এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলের বিধায়কের সঙ্গে ‘উন্নয়ন’ নিয়ে দেখা করায় দল থেকে বহিস্কৃত

শাসকদলের বিধায়কের সঙ্গে ‘উন্নয়ন’ নিয়ে দেখা করায় দল থেকে বহিস্কৃত

বিরোধী দলের বিধায়কের সাথে দেখা করার অভিযোগে সিপিএম থেকে বহিস্কার করা হলো কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত জাকিরপুর পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান নুরজাহান বিবি ও তার স্বামী খলিলুর রহমানকে। দিন কয়েক আগে এলাকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের কাছে উন্নয়ন বিষয়ক আলোচনার জন্য দেখা করতে যান তাঁরা। আর এই কারণে দল বিরোধী কাজের অভিযোগ হেনে সিপিএম দল থেকে বহিস্কার করে দেওয়া হয় নুরজাহান ও তাঁর স্বামীকে, এমনটাই জানান তাঁরা। প্রসঙ্গত, এই এলাকার গত নির্বাচনে সিপিএম ও আরএসপি জোট মোট ১৫ টি আসনের মধ্যে ১২ টি আসন পেয়েছিলো। আর এরপর দুই দলই সমঝোতা করে দুই দলের প্রতিনিধিরা আড়াই বছর করে দায়িত্ব পালন করবে। জানা গেছে আরএসপির মামুদা বিবি দায়িত্বে আসার পর থেকেই প্রাক্তন প্রধান নুরজাহান ও তার স্বামীর বিরুদ্ধে নানা দল বিরোধী কাজের অভিযোগ উঠতে থাকে।কুমারগঞ্জ এলাকার সিপিএম সম্পাদক রণজিৎ তালুকদার এদিন জানান যে, “দলীয় নির্দেশ না মানা এবং তৃণমূলের হয়ে কাজ করার জন্য নুরজাহান বিবি ও তাঁর স্বামী খলিলুর রহমানকে বহিষ্কারের বহিষ্কার করা হয়েছে। যত বড়ই নেতাই হোক না কেন দলের সিদ্ধান্তের বাহিরে গেলে বা দল বিরোধী কাজে লিপ্ত হলে দলে কোনও জায়গা নেই তাঁর। কেউ যদি ভাবেন তৃণমূল বা বিজেপিতে যাবেন চলে যেতেই পারেন কিন্তু দলে থেকে অন্তর্ঘাত কোনও মূল্যেই বরদাস্ত করা হবে না। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!