এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সিপিএমের অবস্থা হবে তৃণমূলের! মুকুল রায়ের ভবিষ্যতবাণীতে জল্পনা রাজ্য-রাজনীতিতে!

সিপিএমের অবস্থা হবে তৃণমূলের! মুকুল রায়ের ভবিষ্যতবাণীতে জল্পনা রাজ্য-রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন তিনি। দীর্ঘ ভোট করানোর অভিজ্ঞতা রয়েছে তার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে বিগত বাম আমলে ভোট করিয়ে 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করার অন্যতম কৌশলী ছিলেন তিনি। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। এখন মুকুল রায় তৃণমূলে নেই।

এখন তিনি ভারতীয় জনতা পার্টির নেতা। আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত করাই তার কাছে প্রধান চ্যালেঞ্জ। আর বর্তমান পরিস্থিতিতে সামনে যখন বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, ঠিক তখনই তৃণমূলের ভবিষ্যদ্বাণী করে দিলেন সেই মুকুল রায়। যেখানে সিপিএমের মতই তৃণমূলের অবস্থা হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, শুক্রবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সাথে আরামবাগের গোঘাটে আসেন বিজেপি নেতা মুকুল রায়। আর সেখানেই আরামবাগের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, বর্তমানে সিপিএমের যে অপ্রাসঙ্গিক অবস্থা, আগামী দিনে তৃণমূলের সেই অবস্থা হবে বলে জানিয়ে দেন তিনি। অর্থাৎ মুকুল রায়ের এই মন্তব্য থেকে পরিষ্কার যে, আগামী দিনে রাজ্যের তৃণমূলের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে তার আভাস দিতে চাইলেন।

এদিন নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুকুল রায় বলেন, “আরামবাগে পরিস্থিতি এমন থাকবে না। আমরা আগামী দিনে বড় বড় জয়েনিংয়ের অনুষ্ঠান করব। আমি দেখেছি আরামবাগের মানুষের উপর অত্যাচার। তাই আরামবাগের মানুষ তৈরি হয়ে আছে। আজ দশটা লোকের সঙ্গে পুলিশ নিয়ে এসে আপনারা যা খুশি বলতে পারেন। সেটা জনমত হতে পারে না। সেটাই জনমত, যেটা মানুষ কান পাতলে যেটা শোনা যায়। জিজ্ঞাসা করুন আরামবাগে এখন কেমন পরিস্থিতি রয়েছে! আরামবাগ সিপিএম থাকতে পারেনি। তখন তারা ক্ষমতার দম্ভে যা কিছু করত। আমরা তৃনমূল করতাম। এই সব এলাকায় ঢুকতে পারতাম না। এখন তৃণমূল ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাই করছে। জোর করে ধরে নিয় বিজেপি কর্মীদের দিয়ে বলানো হচ্ছে আমাকে তৃণমূল দেখছে। এতে কোনো কৃতিত্ব নেই। মানুষ চোখের ভাষা বোঝে। তৃণমূলকে কিন্তু প্রমাদ গুনতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এদিন আরামবাগে মানুষের জনস্রোত দেখে কার্যত উজ্জীবিত হন মুকুল রায়। তিনি বলেন, “আমি এখানে যে জনগণের স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করলাম, তাতে মনে হচ্ছে, আগামী ছয় থেকে আট মাস পর যে নির্বাচন হবে, এটা তার আগাম পূর্বাভাস। এখানে আমরা গত পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে পারিনি। আমরা কত ভোট পেয়েছিলাম সবাই দেখেছে। বিধানসভার ভোট না গুনে তৃণমূল প্রার্থীকে জয়ী করে দেওয়া হয়েছিল। দেওয়াল লিখন তৃণমূলকে পড়তে হবে। ক্ষমতায় আছি বলেই যা খুশি তাই করতে পারি না।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘদিন পর তৃণমূলের বিরুদ্ধে আবার মুখ খুলতে দেখা গেল মুকুল রায়কে। লকডাউন পরিস্থিতিতে তেমনভাবে রাজনৈতিক কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। যার ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু আবার যেভাবে আরামবাগের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের ভবিষ্যৎ সিপিএমের মত হবে বলে জানিয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড, তাতে মুকুল রায়ের এই মন্তব্যে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ল বঙ্গ রাজনীতিতে।

একাংশ বলছেন, মুকুল রায় খুব ভালো করেই জানেন, বাংলার ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগিয়ে যেতে পারে! এবার আরামবাগ নিয়ে তিনি যে কথা বললেন, তাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে তার এই মন্তব্য অত্যন্ত বাস্তব হতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ। এখন মুকুল রায়ের এই মন্তব্য ভোটবাক্স খোলার পরেই কতটা বাস্তব হয়, তা প্রমাণ হয়ে যাবে বলে দাবি বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!