সিপিএমের অত্যাচারকেও হার মানাচ্ছেন মমতা, ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব শুভেন্দু! তৃণমূল বামফ্রন্ট বিজেপি রাজনীতি রাজ্য June 5, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কালে একের পর এক বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে খবর। আর এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর এবার মালদহের সভা থেকে সিপিএমের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে তৃণমূল বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে কার্যত চাপের মুখে পড়ে গেল শাসক শিবির বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, এদের মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে মালদহে একটি কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “34 বছরের সিপিআইএমের সময়েও অনেক ঘটনা ঘটেছে। তারাও যে অত্যাচার করেনি, সেই অত্যাচার তোলামূল কোম্পানির লোকেরা করছে। পুলিশকে নিষ্ক্রিয় করে আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে। বিজেপির 57 জন কার্যকর্তা খুন হয়েছেন। যে তালিকায় আদিবাসীরাও রয়েছেন।” স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যে রাজ্যের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -