এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিপিএমকে অক্সিজেন দিতে সক্রিয় রাজনীতিতে ওয়াপসি সুশান্ত ঘোষের, উড়তে চলেছে তৃণমূলের ঘুম?

সিপিএমকে অক্সিজেন দিতে সক্রিয় রাজনীতিতে ওয়াপসি সুশান্ত ঘোষের, উড়তে চলেছে তৃণমূলের ঘুম?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় সিপিএমের দাপুটে নেতা ছিলেন তিনি। কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেনাচাপড়া কঙ্কাল কান্ডের নাম জড়িয়ে পড়ে এই দোর্দন্ডপ্রতাপের সিপিএম নেতা। আর তারপর থেকেই নানা মামলার কারণে গড়বেতায় ঢুকতে পারেননি তিনি। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাকে। কিন্তু সম্প্রতি নিজের এলাকা গড়বেতায় ঢোকার ছাড়পত্র পেয়েছেন সুশান্তবাবু।

সূত্রের খবর, আগামী 6 ডিসেম্বর কমপক্ষে 10 হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিল করে তিনি গড়বেতায় ঢুকবেন। আর 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সিপিএমের এককালের দাপুটে নেতা সুশান্ত ঘোষ আবার সক্রিয় হওয়ায় তৃণমূল কংগ্রেসের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই বিজেপির চাপে জঙ্গলমহলে গত লোকসভা নির্বাচন থেকে কিছুটা হলেও ব্যাকফুটে শাসক দল। তার মধ্যে এই দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা যদি আবার সক্রিয় হতে শুরু করেন, তাহলে শাসকদলের ভোটব্যাঙ্ক কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন তৃণমূলের অনেকেই।

ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ এলাকায় আসছেন জেনে তার অনুগামীরা নানা পোস্টার লাগাতে শুরু করেছেন। কেউ কেউ লিখেছেন, “কর্মীদের দাবি মেনে সুশান্ত ঘোষকে দলের সামনের সারিতে আনা হোক।” আবার কেউ কেউ লিখেছেন, “টাইগার ইজ ব্যাক।” ইতিমধ্যেই দীর্ঘদিন দলের সঙ্গে দূরত্ব থাকার পর সোমবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরোতে দেখা যায় এই সুশান্ত ঘোষকে। আর বেরিয়েই আগামী 6 তারিখ তিনি গড়বেতায় যাবেন বলে জানিয়েছেন।

এদিন সুশান্তবাবু বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে এটা প্রমাণিত হয়েছে যে, এই সরকার বদল নয়, বদলা নিতে ক্ষমতায় এসেছিল। যেভাবে তৃণমূল একসময় বিরোধীদল শূন্য করে দিয়েছিল, আজ এই দশা তাদের হচ্ছে। গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা একসময় এই সরকার অস্বীকার করেছিল।” অর্থাৎ দীর্ঘদিন আইনি জটিলতার কারণে নিজের এলাকায় ফিরতে না পারলেও, এবার সেই ব্যাপারে ছাড়পত্র পেয়ে যাওয়ার সাথে সাথেই তিনি যে নতুন করে ময়দানে নেমে পড়বেন, তা সুশান্ত ঘোষের বক্তব্য থেকেই পরিষ্কার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের দাবি, একদিকে বিজেপির চাপে অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে তাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে শাসক শিবির। আর এই পরিস্থিতিতে সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ যদি সক্রিয় হতে শুরু করেন, তাহলে বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের পরিস্থিতি ক্রমশ সংকটাপন্ন হয়ে উঠতে পারে তৃণমূলের কাছে।

কেননা এই সুশান্ত ঘোষ একসময়ে দাপটের সঙ্গে জঙ্গলমহল পরিচালনা করেছিলেন। ফলে সেই তিনি দীর্ঘদিন আইনি জটিলতার কারণে এলাকায় ঢুকতে পারেননি। কিন্তু আবার নতুন করে তিনি সক্রিয় হওয়ায় তাকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এখন 6 ডিসেম্বর সুশান্ত ঘোষ মিছিল করে গড়বেতায় প্রবেশ করার পর তার পরবর্তী রণকৌশল কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!