এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেব’ তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক!

‘সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেব’ তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কোথাও দেখে নেওয়ার হুমকি, আবার কোথাও বা রাজনৈতিক সংঘর্ষের ঘটনা রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনে সংযুক্ত মোর্চার মনোনীত সিপিআইএম প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃনমূল নেতার বিরুদ্ধে।

যেখানে সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাপে পড়ে গিয়েছে শাসকদল। ইতিমধ্যেই তৃণমূল নেতার সেই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যার ফলে ঘাসফুল শিবিরের অস্বস্তিতে দ্বিগুনভাবে বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের আগত্তর গ্রামের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বাম প্রার্থী শ্যামলী প্রধান। কিন্তু গ্রামে ঢোকার মুখেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। যেখানে তৃণমূল পরিচালিত নানুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নূরমান শেখ তার লোকজন নিয়ে ঘিরে ফেলে। যেখানে এই তৃণমূল নেতা প্রশ্ন করেন, ভোটের সময় ভোট চাইতে চলে এসেছেন। আপনি পাঁচ বছরের বিধায়ক, কোথায় ছিলেন? কি করেছেন পাঁচ বছর!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই সেই তৃণমূল নেতাকে বোঝানোর চেষ্টা করেন বাম প্রার্থী। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। আর এরপরই সিপিএমকে ভোট দিলে তার হাত কেটে নেওয়া হবে বলে বলতে দেখা যায় সেই তৃণমূল নেতাকে। তিনি বলেন, “ভোটের সময় উস্কানি দিতে চলে এসেছেন। এখানে সিপিএমকে কেউ একটাও ভোট দেবে না। যে ভোট দেবে, তার হাত কেটে দেব।” স্বাভাবিক ভাবেই তৃণমূল নেতার এই নিদানকে কেন্দ্র করে এখন রীতিমত বিতর্ক তৈরি হয়েছে এলাকা জুড়ে। যেখানে গণতন্ত্র উৎসব, সেখানে তৃণমূল নেতা কেন এইভাবে নিদান দিচ্ছেন, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

বিরোধীদের একাংশ বলছেন, নির্বাচনের সময় যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে, তা এই ঘটনা থেকেই প্রমাণ হয়ে গেল। এবার তৃণমূল নির্বাচনে জয়লাভ করতে পারবে না। সেই কারণে এখন থেকেই হুমকি দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। অবিলম্বে কমিশনের এই দিকে মনোযোগী হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপের মুখে পড়ে গেল। প্রকাশ্যে তৃণমূল নেতার সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেওয়ার কথা যে শাসক দলকে বড় প্রশ্নের মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!