এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সিপিএমের হার্মাদরা বিজেপিতে গেছে। বিজেপির নিজেদের কিছু নেই।” – বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

“সিপিএমের হার্মাদরা বিজেপিতে গেছে। বিজেপির নিজেদের কিছু নেই।” – বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কামারপুকুরের সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি বাংলার কিছুই চেনে না। সিপিএমের যারা হার্মাদ ছিল, তারাই এখন বিজেপিতে চলে গেছে। বিজেপির নিজের কিছুই নেই। সিপিএমের ক্যাডারদের বিধানসভার টিকিট দিয়েছে বিজেপি। বাম আমলের হার্মাদরা এখন বিজেপির সদস্য। আরামবাগের রিসোর্টে বসে আছে বহিরাগত গুন্ডারা। একজন মহিলার সঙ্গে লড়াই করতে ১০০০ গুন্ডাকে আনা হয়েছে।

কামারপুকুরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, বিজেপির নিজের কিছু না থাকায় সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির নেতা হয়ে উঠেছেন। এরপরে তৃণমূল ছেড়ে যাওয়া প্রাক্তনীদের উদ্দেশ্যে তিনি জানালেন যে, তাঁর দলের লোকেরা বলছেন যে, তিনি দুর্বল। গদ্দারদের তিনি দুধ কলা দিয়ে পুষেছিলেন। এরপর হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, সমস্ত কিছুর ভিডিও করা আছে। শুধু নির্বাচন মিটে যাক, তারপর দেখা যাবে কত ধানে কত চাল। হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রবীন মান্নাকে হত্যা করে যদি কেউ মনে করে যে, সে পার পেয়ে যাবে, তবে তাকে কান ধরে টেনে আনবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই মুখ্যমন্ত্রী জানান, ৩ হাজার কোটি টাকা ব্যয় করে রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই রাস্তার দ্বারা দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গকে যুক্ত করা হবে। মেচেদা, দাসপুর হয়ে জয়রামবাটি, কামারপুকুর হয়ে বর্ধমান, বীরভূম হয়ে এই রাস্তা চলে যাবে তরাই, ডুয়ার্স হয়ে শিলিগুড়িতে। সেখান থেকে এই রাস্তা চলে যাবে বাংলাদেশ, নেপালে।

মুখ্যমন্ত্রী জানালেন, বন্যা প্রতিরোধ করতে আরামবাগে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। বন্যায় মানুষের আর কষ্ট হবেনা। জলস্বপ্ন প্রকল্পে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল। আগামী তিন, চার বছরের মধ্যে সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু তৈরি করা হবে। এর সঙ্গেই তৈরি করা হবে সড়কপথ।

তিনি জানান, এখন গোঘাট পর্যন্ত রেল এসেছে। এটা তাঁর তৈরি। যা বিজেপি, সিপিএম করেনি। ক্ষমতায় আছে বলে তার উদ্বোধন করেছে। ইলেকট্রিক শ্মশান, নতুন রাস্তা, আলো সমস্ত কিছু হয়েছে। বর্ধমানের সঙ্গে দূরত্ব ২৫ কিমি কমানো হয়েছে। খাল সংস্কার করা হবে, নিচু এলাকার উন্নয়ন হবে। তিনি জানালেন, তিনি যদি না আসতেন, তবে গোঘাট, জয়রামবাটি, কামারপুকুর বাঁচতে পারতো না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!