চার বছর পর দেশের মাটিতে পরাজয়, কি বললেন বিরাট কোহলি? অন্যান্য খেলা February 9, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –টেস্ট ম্যাচের প্রথম দিন থেকেই খেলার লাগাম ছিল ইংল্যান্ডের হাতে। ইংল্যান্ড অধিনায়ক জো রুট এর চওড়া ব্যাটের জোরে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস এ ৫৭৮ রান করে। তাদের এই পাহাড় প্রমাণ রানের মধ্যে রয়েছে জো রুটের ডবল সেঞ্চুরি। ডম সিবলি এবং বেন স্টোকস তাকে যোগ্য সাহায্য করে। জাসপ্রিত বুমরাহ এবং আশ্বিন তিনটি করে উইকেট পেলেও প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা সুবিধা করতে পারেনি সেটা বলাই বাহুল্য। পাহাড় প্রমাণ রানের টার্গেট নিয়ে প্রথম ইনিংসে ভারত ব্যাটিং এও সুবিধা করতে পারেনি। রোহিত, কোহলি, রাহানে কেউই তাদের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। ঋষব পান্ত এবং ওয়াশিংটন সুন্দর এর ব্যাটিংয়ের জোরে ৩৩৭ রান করলেও ফলোঅন বাঁচাতে পারেনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৭৮ রান করে অল আউট হয়ে গেলেও, ভারতের জেতার জন্য ৪২০ রানের টার্গেট রাখে দ্বিতীয় ইনিংসে। চেন্নাই এ পঞ্চম দিনের পিচে, ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে ম্যাচ বাঁচাতে নামা ভারতীয় ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পরে। কোনো ভারতীয় ব্যাটসম্যান সুবিধা করতে পারেনি। অধিনায়ক কোহলি টিকে থাকার চেষ্টা করলেও, অন্যদিকে একের পর এক উইকেট পড়তে থাকে। ভারতের ইনিংস ১৯২ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ড ২২৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে, চার ম্যাচের সিরিজে এগিয়ে যায়। চেন্নাই এ ভারতের পরাজয়, ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের চার বছরের প্রথম পরাজয়। আট বছরেরও বেশি সময় পরে ইংল্যান্ড ভারতে টেস্ট জিতলো। নিতান্তই চিন্তার ভাঁজ পরেছে অধিনায়ক কোহলির কপালে। বিরাট কোহলি এর অধিনায়কত্বের অধীনে ভারত এই নিয়ে টানা চারটি টেস্ট ম্যাচে হারলো। ম্যাচ হারার পর কোহলি বলেন, চেন্নাই এ স্লো উইকেট প্রথম দুদিনে বোলারদের সাহায্য করেনি। কোহলি বলেন, ইংল্যান্ড অনেক বেশি পেশাদারী ক্রিকেট খেলেছে এই টেস্টে। তবে ভারতীয় বোলিং সেই পর্যায়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারেনি বলেও তিনি মনে করেন। আপনার মতামত জানান -