এখন পড়ছেন
হোম > অন্যান্য > ক্রিকেট প্রেমীদের জোড়া ধাক্কা! ধোনির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা আরেক হেভিওয়েটের

ক্রিকেট প্রেমীদের জোড়া ধাক্কা! ধোনির পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা আরেক হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একদিকে ছিলো ১৫ই আগস্ট দিনটির উদযাপন, সেই সঙ্গে করোনা আতঙ্ক অনেকটা কাটিয়ে ওঠার ভালোলাগা। তারই মধ্যে যে এমন একটা মনখারাপ করা খবর অপেক্ষা করে আছে, তা কে জানতো! গতকাল স্বাধীনতা দিবসের সব আনন্দকে মাটি করে প্রথমে আন্তর্জাতিক খেলা থেকে অবসরের ঘোষণা করেছিলেন ধোনি। আর সেই সঙ্গে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করে দিলেন আরও এক ক্রিকেট তারকা সুরেশ রায়না।

২০০৫ সালে শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে খেলতে এসে ভারতীয় ক্রিকেটে অভিষেক হয় এই খেলোয়াড়ের। বাঁহাতি ব্যাটসম্যান, অফ স্পিন বোলার এবং অন্যতম সেরা ফিল্ডার হিসেবেও যাকে ক্রিকেট অনুরাগীরা চেনেন। ২২৬ টি ওয়ানডেতে তিনি পাঁচ হাজারেরও বেশি রান করেছেন। নিয়েছেন ৩৬টি উইকেট। তবে শেষবার তাকে খেলতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে আনুমানিক বছর দুয়েক আগে।

টি-টোয়েন্টিতে তার দুর্দান্ত পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়া ৭৪ টি ম্যাচ খেলে দেড় হাজারেরও বেশি রান রয়েছে তার ঝুলিতে। ভারতের জার্সিতে মাঠে আশা এই ক্রিকেটারের জন্য ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চিরকালের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কালকের ধোনির অবসর ঘোষণা করার পরেই ইনস্টাগ্রামে রায়না তাঁর উদ্দেশ্যে অনেক শুভেচ্ছা বার্তা জানিয়ে তাঁর পথেই হাঁটার সিদ্ধান্ত নেন। আর সেখানেই বড়োসড়ো চোট লেগেছে অনুরাগীদের মনে। এত দিনের করোনা আতঙ্কের পরে সবে যখন ক্রিকেটপ্রেমীরা ভেবেছিল নতুন করে মাঠে আবার উত্তেজনার ঝড় উঠবে ঠিক এমন সময় ভারতীয় ক্রিকেট দলের দুজন স্বনামধন্য খেলোয়াড়ের বিদায় কেউ মেনে নিতে পারছেন না।

তবে অনেকে মনে করছেন এর পিছনে হয়ত আইপিএলে মনোনিবেশ করে খেলার উদ্দেশ্য থাকতে পারে। সম্প্রীতি কিছুদিনের মধ্যেই আয়োজিত হতে চলেছে আইপিএল। বিসিসিআই নির্দেশানুসারে এই খেলা অনুষ্ঠিত হবে আমিরশাহীতে, সঙ্গে থাকবে একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা। তাই হয়তো সবকিছু ছেড়ে ক্রিকেটের আইপিএলেই মনোনিবেশ করতে এমন পদক্ষেপ নিয়েছেন বলে অনুমান করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!