এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিআরপিএফের উপস্থিতিতেই বোমাবাজি বিজেপি সাংসদের বাড়িতে, গ্রেফতার দুই সন্দেহভাজন

সিআরপিএফের উপস্থিতিতেই বোমাবাজি বিজেপি সাংসদের বাড়িতে, গ্রেফতার দুই সন্দেহভাজন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সিআরপিএফের পাহারার মধ্যেই ভর সকালে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ি। অর্জুন সিং এর বাড়ির একেবারে সামনে বোমা ছুড়ে দিয়ে পালাতে দেখা যায় দুই দুষ্কৃতীকে। এই ঘটনাটি ঘটেছিল গত ৮ ই সেপ্টেম্বর। সেদিন পরপর তিনটি বোমা ছোড়া হয়েছিল। অল্পের জন্য রক্ষা পায় সিআরপিএফ বাঙ্কার। কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও, কিভাবে এই ঘটনা ঘটলো? তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। এরপর এই ঘটনার তদন্তে নামে এনআইএ। এরপর এই ঘটনায় দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বিস্ফোরণের পরই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছিল জগদ্দল থানার পুলিশ। তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই ঘটনার তদন্তের দায়িত্ব নেয়। এবার এই ঘটনায় দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে ভাটপাড়া থেকে গ্রেফতার করা হলো এই দু’জনকে। যাদের নাম রাহুল কুমার ও বাদল বাসফোর। ঘটনায় এলাকাজুড়ে আবার চাঞ্চল্য ছড়ায়।

বোমা বিস্ফোরণের দিন অর্থাৎ গত ৮ ই সেপ্টেম্বর অর্জুন সিং ছিলেন দিল্লিতে। সেদিন সকাল ৬টা বেজে ৩২ মিনিটে তিনটি বোমা ছোড়া হয় অর্জুন সিং এর বাড়ির সামনে। এই ঘটনার জন্য তৃণমূলকে কাটগড়ায় তুলেছিল বিজেপি। তবে তৃণমূলের দাবি ,বিজেপির গোষ্ঠী কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!