এখন পড়ছেন
হোম > অন্যান্য > ত্রিপাঠীর চওড়া ব্যাটে ভর করে ধোনির চেন্নাইকে পিষে দিয়ে আবারো জয়ের সরণীতে ফিরল KKR

ত্রিপাঠীর চওড়া ব্যাটে ভর করে ধোনির চেন্নাইকে পিষে দিয়ে আবারো জয়ের সরণীতে ফিরল KKR


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- শাহরুখ যে কেকেআরের জন্য বেশ স্পেশাল সেই কথা বলার অপেক্ষা রাখে না। কারণ আগের ম্যাচে কিং খানের উপস্থিতি নাইটদের জয় এনে দিয়েছিল। শুধু তাই নয়, সেই ঘটনার আবারও প্রত্যাবর্তন হল গতকালের ম্যাচে। চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নেমে তাই এই জয় কে নাইটদের নতুন করে উৎসাহ দিল, সেকথা বলাই বাহুল্য। তবে কি ছিল কালকের ম্যাচে?

এদিন শুরুতেই টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক। আর শুরুতেই শুভমনের সঙ্গে ওপেনে নামলেন রাহুল ত্রিপাঠি। রাহুল যেন এদিন প্রথম থেকেই নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। ফলে আউট হওয়ার পর তাঁর নামের পাশে জ্বলজ্বল করতে দেখা যায় ৫১ বলে ৮১ রান। মারেন ৮টি চার ও তিনটি ছয়। প্রায় একাই নাইটদের বৈতরণী তিনি পার করেছেন কাল। অন্যদিকে, গিল ১১ রান, রানা ৯ রান, চার নম্বরে নামা নারিন ১৭ রান, এমনকী রাসেল ২ রান এবং মর্গ্যানও ৭ রান করে আউট হন।‌ এছাড়া, সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক কার্তিক করেন মাত্র ১১ বলে ১২ রান।শেষপর্যন্ত তাই ২০ ওভারে ১৬৭ রান করে থামে কলকাতা নাইট রাইডার্স।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ১৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালই হয় চেন্নাইয়ের। তবে শিবম মাভি ১৭ রানে ডু’‌প্লেসিকে ফিরতে বাধ্য করেন। এরপর রায়ডু–ওয়াটসন জুটি চেন্নাইয়ের হয়ে খেলতে এলে, একসময় মনে হয় খেলায় বেশ ভালভাবেই ফিরে এসেছে চেন্নাই। সেই সময় মনে হতে থাকে, হয়তো ম্যাচ জিতে যাবেন ধোনি শিবির। কিন্তু ওই জুটি ভাঙতে ৩০ রানে রায়ডুকে আউট করেন নাগরকোটি। তবে ততক্ষণে ওয়াটসন নিজের অর্ধশতরান পূর্ণ করেন। আর ওয়াটসন আউট হতেই চার নম্বরে ব্যাট করতে নেমে আর একদফা ভক্তদের অবাক করে দেন মাহি। তবে মাহির ব্যাটিং ঝড় দেখার স্বপ্নে বরুণ চক্রবর্তীর একটি বল জল ঢেলে দেয়। ফলে ১১ বলে মাত্র ১২ রান করেই বোল্ড হন তিনি।

বস্তুত, এদিন খেলা শুরু আগেই রাহুল ত্রিপাঠি কেন নাইটদের হয়ে ওপেন করছেন না?‌ দীনেশ কার্তিকের আগে কেনই বা মর্গ্যান ব্যাট করছেন না?‌ মহেন্দ্র সিং ধোনিই বা চেন্নাইয়ের হয়ে কেন উপরের দিকে ব্যাট করতে আসছেন না?‌ এরকম প্রশ্ন উঠতে থাকে। এদিন ম্যাচে ফিল্ডিংয়ের সময় একহাতে গ্লাভস ছাড়াই অসাধারণ একটি ক্যাচ ধরে সবাইকে চমকে দেন মহেন্দ্র সিং ধোনি। তবে নাইটদের শাপমুক্তি ঘটলেও চেন্নাইকে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেলো বলে মনে করছেন ক্রীড়াবিদরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!