এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রায় জেতা ম্যাচও হেরে ফিরছে চেন্নাই! ধোনিদের এবার ধুয়ে দিলেন শেহবাগ! IPL-এ নতুন ঝড়!

প্রায় জেতা ম্যাচও হেরে ফিরছে চেন্নাই! ধোনিদের এবার ধুয়ে দিলেন শেহবাগ! IPL-এ নতুন ঝড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- এবারের আইপিএল টুর্নামেন্টে খেলাটা যে চেন্নাইয়ের জন্য মোটেই ভালো যাচ্ছে না সেকথা আলাদা করে বলতে হয় না। কিছুদিন ধরে পরপর তিনটি ম্যাচে হারের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে অবশেষে দশ উইকেটের জয় ছিনিয়ে আনতে পেরেছিল চেন্নাই। কিন্তু বুধবার ফের একবার হারের মুখ দেখতে হয় চেন্নাই সুপার কিংসকে। এদিন প্রায় জেতা ম্যাচ লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় দশ রান বাকি থাকতেই হেরে যায় তারা। ফলত সিএসকে অনুরাগীদের মনে এই নিয়ে তীব্র হতাশা তৈরি হয়েছে। তবে এখানে কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ।

এদিন তিনি এত নিম্নমানের খেলার সমালোচনা করতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন দলের খেলোয়াড়দের উদ্দেশেই। তাঁর কথায়, সিএসকে দলের কয়েকজন খেলোয়াড়ের মনোভাব এতটাই গা–ছাড়া যে, তাদের দেখে মনে হয় তাঁরা খেলতে নয় সরকারি চাকুরি করতে এসেছেন। তাই তাদের কাছে ব্যাপারটা অনেকটা পারফর্ম করো বা না করো একবার চাকরি পেয়ে গেলে, মাইনে তো পাবই, এমন একটা মনোভাব। এদিন সাক্ষাৎকারে তিনি কেদারের সমালোচনা করেছেন। তাঁর কথায়, এদিন কিন্তু দলের রান নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু কেদার যাদব এসেই অনেকগুলো বল নষ্ট করেন। জাদেজাও ১-২টি বল নষ্ট করে। আর তাই প্রেশার তৈরি হয় বলেই মনে করেন তিনি। তবে এটা প্রথমবার নয়, এর আগেও অনেকবার তাঁকে খেলা নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এবছর খেলায় খেলোয়াড়দের নামানোর সহজ ছন্দটা নষ্ট হয়েছে বলেই মনে করা হচ্ছে। বস্তুত, দিল্লির পর চেন্নাই ম্যাচেও প্রথম একাদশে কুলদীপ যাদব সুযোগ পাননি। এই প্রসঙ্গে নাইটদের বোলিং কোচকে প্রশ্ন করা হলে তিনি বলেন দেন যে, আমিরশাহীর মাঠের আয়তনের কথা এবং স্পিন বিভাগের দুরন্ত বোলিংয়ের কথা মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ছোট মাঠ এবং বরুণ তবে কুলদীপের প্রশংসা করতেও দেখা গেছে তাঁকে। তাঁর কথায়, গোটা দলেই যে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে, সেকথা নিজেও জানেন বিশ্বের অন্যতম এই স্পিন বোলার। কুলদীপ প্রথম একাদশে না থাকলেও তিনি তাই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সবসময় আগুয়ান বলেই মনে করেন তিনি।

তবে অনেক ক্রীড়াবিদদের মতেই, চলতি আইপিএলে ধারাবাহিকতার অভাবে ভুগছেন চেন্নাই শিবির। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু এক্ষেত্রে শুরুটাও ভালো হওয়া প্রয়োজন বলেই মনে করেছেন অনেকে। তার কারণ এবারে খেলা শুরুর প্রথম থেকেই যেভাবে একটার পর একটা সমস্যা তৈরি হয়েছে চেন্নাইকে নিয়ে, তাতে তাদের মধ্যে হয়ত কোথাও ছন্দপতন ঘটছে বলেও মনে করছেন অনেক সমালোচক। বস্তুত, রায়না দলের বড় অস্ত্র। তিনি দলকে এগিয়ে নিয়ে যেতে যে যথেষ্ট ভূমিকা পালন করেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু এবারে তিনিও সরে দাঁড়িয়েছেন দল থেকে, অন্যদিকে হরভজন সিং যোগদান করেননি। ফলে অধিনায়ক হিসেবে দলকে একা টেনে নিয়ে যাওয়াটা বেশ কঠিন বলেই মনে করা হচ্ছে ধোনির কাছে। তবে শেষপর্যন্ত মাহি নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন, সেই আশাই রেখেছেন ধোনির অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!