এখন পড়ছেন
হোম > খেলা > হতশ্রী পারফরম্যান্সে হৃদয় ভাঙছে ভক্তদের! ‘ধোনি হঠাও’ না বললেও ‘রায়না ফেরাও’ রব উঠে গেল!

হতশ্রী পারফরম্যান্সে হৃদয় ভাঙছে ভক্তদের! ‘ধোনি হঠাও’ না বললেও ‘রায়না ফেরাও’ রব উঠে গেল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সময় খুব একটা ভালো যাচ্ছে না। প্রথমে আমিরশাহিতে পৌঁছানোর পরে এত নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়ে পড়েন দলের দুজন ক্রিকেটার সহ ১৪ জন সাপোটিং স্টাফ। এর পরেই আকাশ ভেঙে পড়ে দলের ওপরে। যদিও অনুশীলনে নামতে বেশ সমস্যা হয় সেই সময়, তবুও ব্যাপারটা সামলে নেওয়ার চেষ্টা করছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এরই মধ্যে অজ্ঞাত কারণে রায়নার আমিরশাহী থেকেই দেশে ফিরে যাওয়া ঘটনা চিন্তা বাড়িয়েছিল সিএসকে ভক্তদের।

রায়না যে চেন্নাই দলের বেশ বড় ভরসা সে কথা বলাই বাহুল্য। তাই এহেন পরিস্থিতিতে যেখানে রায়নাকে দলের এত প্রয়োজন, সেখানে তাঁর ব্যক্তিগত কারণে খেলা থেকে সরে আসা চিন্তা বাড়িয়েছিল সকলের। অন্যদিকে আশা ছিল যে তার জায়গায় হয়তো যোগ দিতে পারবেন হরভজন সিং। কিন্তু তিনিও শেষ পর্যন্ত দলে যোগদান না করায় অবশিষ্ট খেলোয়াড়দের নিয়েই মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে শুরুটা ভালো করলেও শেষের দিকে দুটি ম্যাচ রাজস্থান রয়েলস এবং দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়ে আবারও সিএসকে ভক্তদের মনে চিন্তার মেঘ তুলে দিয়েছেন দলের অধিনায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে খেলোয়াড় হিসেবে যেখানে রায়না চেন্নাইয়ের হয়ে ১৯৩ টি ম্যাচ খেলে জিতে ফেলেছেন ৫৩৬৮ রান, সেখানে তাঁকে যে দলের কতটা দরকার, সেই নিয়েই শোনা গিয়েছিল দলের অন্দরে নানাকথা। এছাড়া মূল নায়ক বিজয়ের কারনেই যে খেলায় টিকে থাকতে পারছে দল, সে কথাও অস্বীকার করা যায় না। এখনো পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে ৫৮ রান, রাজস্থানের বিরুদ্ধে ৭২ রান করার পরে দিল্লির বিরুদ্ধে গতকাল তিনি করেন ৪৩ রান। তাই তাঁর একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, টুর্নামেন্টের শুরুতেই পিছিয়ে পড়ায় সিএসকে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় রাযনাকে ফেরানোর ডাক দিয়েছেন। সেখানে এক ভক্তকে বলতে শোনা গেছে, প্রতিটি সিএসকে ভক্তের মনের কথা, রায়ুডু ও ব্রাভো দ্রুত সুস্থ হয়ে উঠুক। সুরেশ রায়নাও শীঘ্রই দলে ফিরে আসুক। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার পরেই অম্বতি রায়ুডুকে ছাড়াই দুটো ম্যাচ খেলতে হয়েছে চেন্নাই শিবিরকে। অন্যদিকে, ধোনির আরও এক অস্ত্র ব্রাভোকে এখনও টুর্নামেন্টে নামতে দেখা যায়নি।

তবে এখানেই শেষ নয়, সিএসকের আরও এক ভক্তকে সোশ্যাল মিডিয়ায় লিখতে দেখা গেছে, ফিরে এসো সুরেশ রায়না। সকলেই যে রায়না-সহ চেন্নাই দলকে দেখার অপেক্ষায় রয়েছে, সে কথা সর্বত্রই। তবে এ বারের টুর্নামেন্টে রায়নাকে দেখা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে চেন্নাইয়ের সিইও বিশ্বনাথন সাফ জানিয়ে দিয়েছেন যে এই বারের টুর্নামেন্টে রায়নার ফেরার সম্ভাবনার নেই। তাই রায়নাকে ছাড়াই খেলতে হবে চেন্নাইকে। তবে এত ভক্তের আশা শেষ পর্যন্ত রায়না রাখেন নাকি দলকে জেতাতে ক্যাপ্টেন নিজেই নেন কোনো সিদ্ধান্ত, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!