এখন পড়ছেন
হোম > অন্যান্য > শুধু ১৩ নয়! ‘ অপয়া ‘ এই সব সংখ্যার কথা জানা আছে কি? পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যাতত্ত্ব জানুন

শুধু ১৩ নয়! ‘ অপয়া ‘ এই সব সংখ্যার কথা জানা আছে কি? পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যাতত্ত্ব জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পৃথিবীতে বা আমাদের জীবনে অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে থাকে, বাস্তবে যার সদুত্তর মেলে না। আর যদি না পাওয়া যায় উত্তর তাহলেই মনে ভিড় করে আসে নানা চিন্তা। কারো কাছে সেটি সংস্কার, আবার কারো কাছে সেটি কুসংস্কার।

সত্যি বলতে কি আমরা প্রত্যেকেই একটি সংস্কার নিয়ে চলি। ছোট থেকে একটি শিশুর অবচেতন মনে পরিবার তথা সমাজের যে চাপ পড়ে, তাতেই তৈরি হয় তার মন। আর সেখানে তৈরি হওয়া মূল্যবোধ, নীতি নিয়ম গুলোই সাহায্য করে তাকে জীবনে এগিয়ে যেতে।

বিভিন্ন জিনিস, জায়গা, রঙ এমনকি সংখ্যা নিয়েও আছে মানুষের মধ্যে এমন সব অনেক ধারণা। সংখ্যা এবং অনেক ঘটনার মধ্যে কাকতালীয় বা রহস্যময় সম্পর্কের নাম হল সংখ্যাবিজ্ঞান। জানেন কি পৃথিবীর বিভিন্ন দেশে এই সংখ্যা নিয়ে আছে নানা মত??? জেনে নিন-

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চীন – ৭ সংখ্যাটি এখানে একেবারেই শুভ বলে মনে করা হয় না। মৃত্যু, ভয়, বিপদ প্রভৃতির প্রতীক হিসেবে মনে করা হয় এটিকে। চিনা বর্ষের সপ্তম মাসটি ও তাই ভুতুড়ে মাস হিসেবে পরিচিত।

প্রাচীনকালে যাদের কাছে ২৫০ বা তার কম মুদ্রা থাকত তাদেরকে খুব নীচু শ্রেণী বলে মনে করা হতো। তাই এই সংখ্যাটি ও অশুভ বলেই মনে করা হয়।

ইতালি – বাইবেল অনুযায়ী ‘ দি গ্রেট ফ্লাড ‘ বা বন্যা শুরু হয়েছিল ১৭ তারিখ। তাই সেই অনুযায়ী ইতালির কাছে ১৭ সংখ্যাটি অশুভ। ভাম্পায়ার বা অতিপ্রাকৃত বিশ্বাসী এদের কাছে তাই শুক্রবার বা ১৭ তারিখ খুবই অশুভ। বাড়ি হোক বা দোকান, জীবন থেকেই এই সংখ্যাটি মুছে ফেলতে চান এরা।

আফগানিস্তান – এই দেশে ৩৯ সংখ্যাটিকে সযত্নে এড়িয়ে চনেন এখনকার মানুষ। বয়েস হোক বা টাকা কোথাওই এই সংখ্যাটিকে সহ্য করতে পারেন না তারা।

দেখলেন তো যে সংখ্যাটি হয়তো আপনার কাছে ভাগ্য বদলের সহায়ক, সেটাই অন্য দেশে বা অন্য মানুষের জীবনে অসময় ডেকে আনে। তাই আপনিও এবিষয়ে আগ্রহী হলে জেনে নিতে পারেন কি আছে আপনার প্রিয় সংখ্যার রহস্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!