এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাড়িতে বিদ্যুৎ বিলের পরিমান দেখে চক্ষু চড়কগাছ বিদ্যুৎমন্ত্রীর, সিইএসসি দিলো আশ্বাস!

বাড়িতে বিদ্যুৎ বিলের পরিমান দেখে চক্ষু চড়কগাছ বিদ্যুৎমন্ত্রীর, সিইএসসি দিলো আশ্বাস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিদ্যুতের বিলের পরিমান ক্রমশ বেড়েই চলেছে। সাধারণ মানুষজন সেই বিল মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এবার তাদের সাথে যুক্ত হলো বিদ্যুৎমন্ত্রীর নামও।

জানা যাচ্ছে ১১,০০০ টাকা বিল এসেছে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে আর তাতেই মাথায় হাত বিদ্যুৎমন্ত্রীর। দু’মাস রিডিং না নিয়েই গড় বিল পাঠিয়েছে সিইএসসি, এমনটাই অভিযোগ তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি এদিন আরো দাবি করেন যে, দু’মাস রিডিং না নিয়েই গড় বিল করে পাঠানো হয়েছে। জুলাইয়ে আগের বিলের বাকি অংশ যুক্ত করা আছে যার জেরে এত বিল এসেছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই নিয়ে জলঘোলা হতেই নড়েচড়ে বসেছে সিইএসসি। সিইএসসি-র তরফ থেকে বলা হয়েছে ‘তিনটি ইনস্টলমেন্টে দেওয়া যাবে বিল,’। এদিকে এই খবর সামনে আসতেই চাঞ্চল্য তৈরী হয়েছে রাজ্য জুড়ে। প্রসঙ্গত, এমন অনেক উদ্ঘট উদ্ঘট বিল পাঠানো হচ্ছে সিইএসসি তরফ থেকে বলে অভিযোগ আসছে বিভিন্ন অংশ থেকে।

কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল যে, দোকান , যা লকডাউনের কারণে ৪ ঘন্টার বেশি খোলা হয় না, সেখানে ৩ টি টিউব, ফ্যানও চলছে না সেখানে বিল এসেছে প্রায় ৬৩,০০০ টাকার এমনটাই অভিযোগ এক জনৈক ব্যাবসায়ীর। সুতরাং, সিইএসসি এইভাবে নাকি যা খুশি একটা সংখ্যা বসিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছিলো প্রায় সব মহলে এদিন বিদ্যুৎমন্ত্রী তাতে সিলমোহর দিলেন বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। আর এই নিয়ে আশার আলো দেখছে সাধারণ মানুষ , কেননা তাদের মতে এর ফলে সিইএসসি কিছুটা হলেও পিছু হটবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!