এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টলিউডেও গেরুয়া ঝড়! একঝাঁক কলাকুশলীর যোগ গেরুয়া শিবিরে, হাসি ক্রমশ চওড়া হচ্ছে বিজেপির

টলিউডেও গেরুয়া ঝড়! একঝাঁক কলাকুশলীর যোগ গেরুয়া শিবিরে, হাসি ক্রমশ চওড়া হচ্ছে বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের রাজনৈতিক যুদ্ধের ময়দানে নামতে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে বাংলার রাজনৈতিক দলগুলির। ইতিমধ্যেই ঘর গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে সবারই। আর তার সাথেই চলছে দলবদলের পালাও। তবে সেক্ষেত্রে শাসক-বিরোধী দুই দলই রীতিমতো দড়ি টানাটানির খেলায় নেমেছেন বলে মনে করা হচ্ছে। 2019 এর লোকসভা নির্বাচনের পর টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকেই গিয়ে যোগ দিয়েছিলেন বাংলার গেরুয়া শিবিরে। এরপর অবশ্য টলিউডে সেভাবে কেউ দলবদল করেনি।

কিন্তু এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিরাট সংখ্যক কলাকুশলী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। প্রায় একশ কুড়িজন কলাকুশলী শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের অনেকেই দাবি করছেন, যেভাবে চলচ্চিত্র জগতের কলাকুশলীরা বিজেপিতে যোগদান করছেন, তাতে কিন্তু এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ক্রমশ পাল্লা ভারী করছে বিজেপি। জানা গিয়েছে,  টলিউডের যেসব কলাকুশলীরা এদিন দলবদল করলেন, তাঁদের বিজেপিতে স্বাগত জানিয়েছেন বিজেপি নেত্রী তথা টলিউডের কাঞ্চনা মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, দক্ষিণ কলকাতায় বিজেপি জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ও এই স্বাগত  অনুষ্ঠানে ছিলেন বলে জানা যাচ্ছে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাষ্ট্রি ছাড়াও টালিগঞ্জের 95 নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা দিলীপ চন্দ্রের উদ্যোগে এদিন তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় 50 জন বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে জানা গেছে, স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন নিয়ে সম্প্রতি বিজেপি এবং তৃণমূল এর মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এ ব্যাপারে বিজেপির অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে প্রতিনিয়ত হুমকি দেওয়া চলছে।

তবে টলিউড থেকে যে বিপুল আকারে দলবদল হলো এদিন, তা নিয়ে কিন্তু তৃণমূল শিবিরের অনেকেই চিন্তিত বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে যদি এভাবেই বিভিন্ন ক্ষেত্র থেকে বিজেপিতে যোগ দেয় সবাই, তাহলে কিন্তু অচিরেই তৃণমূলের গড়ে ধ্বস শুরু হয়ে যাবে। তাই এই অবস্থা আটকাতে অবিলম্বে শাসকদলের তৎপর হওয়া প্রয়োজন। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল শিবিরকে অস্বস্তিতে ফেলে কিন্তু এবার ধীরে ধীরে একুশের বিধানসভার আগেই ময়দানে শক্তি সঞ্চয় করছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!