এখন পড়ছেন
হোম > জাতীয় > বকেয়া ডিএ ও কেন্দ্রীয়হারে বেতন চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শাসকদলের সরকারি কর্মচারী সংগঠনের

বকেয়া ডিএ ও কেন্দ্রীয়হারে বেতন চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শাসকদলের সরকারি কর্মচারী সংগঠনের

রাজ্য কোঅর্ডিনেশন কমিটি অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলো। এর আগে গত সোমবারই মুখ্যমন্ত্রী জানান সরকারী কর্মচারীদের বিষয়ে তিনি পুজোর মধ্যেই সদ্ব্যর্থক কিছু জানাবেন। কিন্তু কংগ্রেস-অনুগামী ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ বা বামপন্থী সংগঠনগুলোর  কাছে এসবই কর্মচারীদের শান্ত রাখতে মুখ্যমন্ত্রীর আশ্বাস বাণী মাত্র। জানা গেলো কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহের চিঠিতে বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের কর’এর ভারে সরকারী কর্মচারীদের জীবন এক কথায় বিপর্যস্ত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একইসাথে পেট্রোপণ্য সহ বাজারের জিনিস পত্রের মূল্য বৃদ্ধিতে তারা মানসিক ভাবে বিধস্ত ও বটে। এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসারও আহ্বান জানানো হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস-অনুগামী সংগঠনের রাজ্য সম্পাদক তথা হাইকোর্টের মামলার আবেদনকারী মলয় মুখোপাধ্যায় বললেন,  ”আগামী অক্টোবরের পরে ষষ্ঠ বেতন কমিশন চালু হলেও বকেয়া ডিএ মিটবে কি না, নিশ্চয়তা নেই।” যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় প্রত্যাশিতভাবেই সরকারের উপরে কর্মচারীদের ভরসা রাখতে বললেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!