এখন পড়ছেন
হোম > রাজ্য > DA এ ক্ষোভের আঁচ,নবান্নে বিক্ষোভ দেখালো সরকারি কর্মীরা

DA এ ক্ষোভের আঁচ,নবান্নে বিক্ষোভ দেখালো সরকারি কর্মীরা

রাজ্যে ডিএ নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষের শেষ নেই। ত্রিপুরাতে বিজেপি সরকারে আসর পর রাজ্য সরকারি কর্মীদের জন্য একেনবারে সপ্তম পে কমিশন চালু করেছে। আর এতেই যেন আগুনে ঘি পড়েছে। কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন অনেক বেড়ে গেছে। এদিন কলকাতার এক ওয়েব পোর্টালের খবর অনুযায়ী রাজ্য সরকারের সদর দফতর নবান্নে এদিন সরকারি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন ,এছাড়া ডিএ বাড়ানোর দাবিতে তাঁরা স্লোগান দেন। একইসঙ্গে পে-কমিশন লাগু করার দাবিও করেন তাঁরা। ওই পোর্টাল থেকে জানা যাচ্ছে যে ১০ থেকে ১২ জন রাজ্য সরকারি কর্মী দুপুরে ডিএ-র দাবিতে বিক্ষোভ দেখান। পুলিশ পরে কর্মীদের নবান্নের বাইরে সরিয়ে নিয়ে যায়। প্রায় সাড়ে তিন হাজার সিসিটিভিকে উপেক্ষা করে এই বিক্ষোভ দেখানোয় গুরুত্ত্ব বেড়েছে ব্যাপারটিতে।যাঁরা এদিন বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা সরকারি কর্মীরা সিপিএম প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির সদস্য।সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া কর্মীদের অভিযোগ পশ্চিমবঙ্গে যা চলছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!