এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডিএ আন্দোলনকারীদের নিয়ে বিস্ফোরক তৃণমূল শীর্ষ নেতা, জোর বিতর্ক !

ডিএ আন্দোলনকারীদের নিয়ে বিস্ফোরক তৃণমূল শীর্ষ নেতা, জোর বিতর্ক !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে রাজপথে আন্দোলন করছেন। ইতিমধ্যেই তারা একদিন ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে অবশ্য বর্তমান পরিস্থিতিতে যে আর ডিএ দেওয়া সম্ভব নয়, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

সূত্রের খবর, এদিন বসিরহাটে তৃণমূলের একটি কর্মসূচিতে উপস্থিত হন জয়প্রকাশ মজুমদার। আর সেখানেই ডিএ আন্দোলনকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে জয়প্রকাশবাবু বলেন, “সিপিএমের প্ররোচনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলা করিয়েছেন। সেই মামলা কোর্টের বিচারাধীন বিষয়। কিন্তু তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, অতিরিক্ত টাকা নেওয়ার জন্য। আন্দোলনকারীরা মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করে বনধের রাস্তায় হেঁটেছে। পাবলিক সার্ভেন্ট বলে যারা পরিচিত, তারা বনধের দিন পাবলিক এনিমি হয়ে যাচ্ছেন, গণশত্রু। এই সমস্ত আন্দোলন করে কিছু হবে না।” অর্থাৎ আন্দোলন এবং বনধের বিষয়টি নিয়ে কার্যত আন্দোলনকারীদের “গণশত্রু” বলে আখ্যা দিলেন এই তৃণমূল নেতা। যাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!