এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্যাটে ডিএ মামলা – কি হল আজ সরকারি কর্মচারী পরিষদের মামলায়?

স্যাটে ডিএ মামলা – কি হল আজ সরকারি কর্মচারী পরিষদের মামলায়?

দীর্ঘ ১৭ মাসের আইনি লড়াইয়ের পর কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানায় যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এই ডিএর হার কি হবে বা তা বছরে কতবার করে রাজ্য সরকারি কর্মচারীদের পাওয়া উচিত – এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা স্যাটকে নির্দেশ দেয়। প্রসঙ্গত, এই নিয়ে প্রথমে স্যাটে মামলা করে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কিন্তু স্যাট সেই মামলায় জানিয়ে দেয় যে ডিএ সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পরে না – ফলে সংগঠনটি তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

অন্যদিকে, এই একই বিষয়ে অপর কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদ স্যাটে মামলা করলে – স্যাটের তরফে তাঁদের জানানো হয়, এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা বিচারাধীন, সেই মামলায় যা রায় হবে তার পরিপ্রেক্ষিতে স্যাট সিদ্ধান্ত নেবে। কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই স্যাটে মামলা দায়ের করেছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এই মামলায় আগামী ৪ ঠা অক্টোবর শুনানি হবে বলে জানানো হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে, যেহেতু কলকাতা হাইকোর্ট ডিএ নিয়ে নিজেদের রায় জানিয়ে দিয়েছেন, তাই স্যাটে মামলা করেন সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল, সেই মামলার আজ শুনানি ছিল। দেবাশিসবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের মামলা গৃহীত হয়েছে, রাজ্য সরকার এই মামলার উত্তর দেবে এবং আগামী ২২ নভেম্বর এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, মাঝে দুর্গাপুজো ও কালীপুজোর সরকারি ছুটি উপলক্ষে স্যাট দীর্ঘদিন বন্ধ থাকবে। ফলে, দীপাবলির পর স্যাট খুললেই জমজমাট লড়াই শুরু হয়ে যাবে ডিএ নিয়ে। যদিও ইতিমধ্যেই ৪ ঠা অক্টোবর অন্য মামলায় স্যাট কি জানায় সেদিকেও তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!