এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ স্যাটে ডিএ মামলার শুনানি – কি হবে ভবিষ্যৎ? আশায় চোখ রাখছেন সরকারি কর্মীরা

আজ স্যাটে ডিএ মামলার শুনানি – কি হবে ভবিষ্যৎ? আশায় চোখ রাখছেন সরকারি কর্মীরা

ডিএ নিয়ে দীর্ঘ ১৭ মাসের আইনি লড়াইয়ের পরে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয় যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকারের মধ্যে পরে, তা কোনোমতেই দয়ার দেন না। কিন্তু, কি হবে ডিএর হার বা বছরে কবার করে ডিএ দেওয়া হবে – এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা স্যাটকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশের ভিত্তিতে অন্যতম মামলাকারী সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজ ইতিমধ্যেই স্যাটে এই মামলার শুনানির জন্য আবেদন করেন।

স্যাটের বিচারপতিরা সেই মামলা গ্রহণ করেন এবং এই নিয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। আর সেই হলমনামা পেলে তার ভিত্তিতে পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য কনফেডারেশনের আইনজীবীকে বলেন এবং তার ভিত্তিতে আজ সেই মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু নির্দিষ্ট সময়ে রাজ্য সরকারের পক্ষে এই নিয়ে কোন হলফনামা জমা পড়ে নি। এমনকি, তার জন্য সরকারি আইনজীবীদের তরফে স্যাটের বিচারপতিদের কাছে অতিরিক্ত সময় ধার্য্যের জন্য কোনো আবেদনও জমা পড়ে নি। ফলে, স্বাভাবিকভাবেই কনফেডারেশনের তরফেও এই নিয়ে কোন পাল্টা হলফনামা জমা পড়ার কোন প্রশ্নই ওঠে নি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আজ এই মামলার শুনানি নিয়ে অনেক প্রশ্ন ওঠে। কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় খুব জোরের সঙ্গেই জানান যে, যেহেতু রাজ্য সরকার এই নিয়ে কোন হলফনামা জমা করে নি ফলে কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতেই এই মামলার শুনানি আজ নির্ধারিত সময়ে হতে চলেছে। ফলে, অত্যন্ত সংবেদনশীল এই মামলায় নৈতিক সমর্থনের জন্য তিনি দলমত নির্বিশেষে সমস্ত সরকারি কর্মচারীদের আজ স্যাটের শুনানির সময় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

সামনেই আসছে আপামর বাঙালির অত্যন্ত প্রিয় উৎসবের মরশুম। তার আগেই কি ডিএ নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের এই লড়াইয়ের ফলে সুখবর আসবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য? মিলবে কি কেন্দ্রীয় হারে ডিএ? পাওয়া যাবে কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মত বছরে দুবার করে? বকেয়া ডিএ নিয়েও কি মিলবে সুরাহা? সেই সব প্রশ্নের উত্তরের খোঁজেই আপাতত স্যাটের আজকের শুনানির দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!