এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ডিএ মামলার পরবর্তী পদক্ষেপের নতুন অধ্যায় আজ শুরু হচ্ছে ‘স্যাটে’, আশায় সরকারি কর্মীরা

ডিএ মামলার পরবর্তী পদক্ষেপের নতুন অধ্যায় আজ শুরু হচ্ছে ‘স্যাটে’, আশায় সরকারি কর্মীরা


দীর্ঘ ১৭ মাসের আইনি লড়াইয়ের পর বড় জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে – ডিএ সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে, তা কোনোমতেই কোনো দয়ার দান না। স্বাভাবিকভাবেই এই রায়ের পরে নৈতিক জয় পেয়ে – খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। কিন্তু এই মামলার তিনটি গুরুত্ত্বপূর্ন দিক নিয়ে আপাতত কোনো ফয়সালা হয় নি – কলকাতা হাইকোর্টের নির্দেশ মত তা হবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা ‘স্যাট’-এ।

রাজ্য সরকারি কর্মচারীদের করা মামলার পরিপ্রেক্ষিতে তিনটি বিষয় স্যাটে বিচার্য হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। এক – ডিএর হার কি হবে, যেহেতু রাজ্যের নিজস্ব কোনো নিয়ম নেই এই নিয়ে – তাই তা কি কেন্দ্রের প্রাইস ইনডেক্স মেনেই হবে না কি রাজ্য নতুন কোনো ফর্মুলা সামনে নিয়ে আসবে? দুই – কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নির্ধারিত নিয়ম মেনে বছরে দুবার করে ডিএ পান, রাজ্যের ক্ষেত্রে এরকম কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে। তিন – কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ২০১৬ সালের ১ লা জানুয়ারী থেকে কেন্দ্রীয়হারে বর্ধিত ডিএ পাচ্ছেন, রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেই বিপুল ‘বাকি থাকা’ ডিএ প্রসঙ্গে রাজ্য সরকার কি ভাবছে, সেই টাকা পাওয়ার আদৌ কোনো সম্ভবনা আছে কি?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে গত ৫ ই সেপ্টেম্বর মামলাটি স্যাটে নথিভুক্ত করা হয়। আজ সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্ত্বে এই মামলাটি ‘মেনশন’ করে শুনানির দিন চাওয়া হবে। মলয়বাবু জানিয়েছেন, এই মাসের শেষাশেষি মামলাটির শুনানির জন্য দিন ধার্য করা হোক, এটাই তাঁরা চাইবেন। এর আগেই তিনি জানিয়েছিলেন স্যাটের কাছে তারা মোট ৪ সপ্তাহের শুনানির জন্য আবেদন করবেন।

অন্যদিকে মলয়বাবুদের পাশাপাশি সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীলও আজ ডিএ মামলা নিয়ে স্যাটে যাচ্ছেন। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মতো তাঁরাও আজ এই মামলাটি ‘মেনশন’ করে শুনানির দিন চাইতে চলেছেন। প্রসঙ্গত, ডিএ নিয়ে এর আগেই স্যাটে একটি মামলা দেবাশিসবাবু করে রেখেছেন। স্যাটের বিচারপতিরা তখন তাঁকে জানিয়েছিলেন যে, এই নিয়ে ইতিমধ্যেই একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। সেই মামলার রায় আগে সামনে আসুক, তারপর স্যাট তাঁকে নিজেদের রায়ের কথা জানাবেন। এখন কলকাতা হাইকোর্টের রায়ে ডিএ মামলা আবার স্যাটে ফিরে এসেছে, ফলে দেবাশিসবাবুরা চাইছেন এবার তাঁদের মামলাটির শুনানি শুরু হোক। এখন এই দুই সরকারি কর্মচারী সংগঠনের করা ডিএ নিয়ে মামলা একসাথে শুনানি হয় কিনা সেদিকেই সবার দৃষ্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!