এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কি হল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির?

কি হল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানির?

কলকাতা হাইকোর্টে আইনজীবীদের দীর্ঘ ৬৯ দিনের কর্মবিরতি চলায় থমকে ছিল রাজ্য সরকারি কর্মচারীদের করা ডিএ মামলা। কিন্তু সেই কর্মবিরতি উঠে যেতেই, রাজ্য সরকার জানায় এই মামলার শুনানি তারা গ্রীষ্মাবকাশের পর করতে আগ্রাহী। বিচারপতি দেবাশীষ করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় এই মামলায় যথেষ্টই দীর্ঘসূত্রিতা হয়েছে, তাই আগামী ৮, ১০, ১৫ এবং ১৭ মে পরপর এই মামলার শুনানি হবে এবং শুনানির শেষদিন অর্থাৎ ১৭ মে এই মামলার রায় দেওয়া হবে। কিন্তু, আপাতত পঞ্চায়েত মামলা সামলাতে ব্যস্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, ফলে ৮ এবং ১০ তারিখের ডিএ মামলার শুনানি মুলতুবি হয়ে গেল।

গতকাল, মামলার শুনানির জন্য রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আবেদনকারীরা ও তাঁদের আইনজীবী সর্দার আমজাদ আলি উপস্থিত থাকলেও, সেখানে আসেননি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। রাজ্যের গর্ভমেন্ট প্লিডার(জিপি) জয়তোষ মজুমদার বিচারপতিদের জানান, পঞ্চায়েত মামলার জট কাটাতে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দিনভর কাটাতে হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে, ফলে ডিএ মামলার শুনানিতে আসার সময় পাননি তিনি। এই পরিস্থিতিতে ৮ ও ১০ তারিখের শুনানি মুলতুবি করে দেন বিচারপতিরা। তবে এরফলে ডিএ মামলা পিছিয়ে গেল না, আগামী ১৫ ও ১৭ তারিখে শুনানির পরেই বিচারপতিরা রায় দেবেন – তা এখনো স্পষ্ট নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!