এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আদালতে ধাক্কা রাজ্য সরকারের, আগামী দুসপ্তাহের মধ্যেই ডিএ মামলার নিষ্পত্তি?

আদালতে ধাক্কা রাজ্য সরকারের, আগামী দুসপ্তাহের মধ্যেই ডিএ মামলার নিষ্পত্তি?

অবশেষে হাসি ফুটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে। ডিএ মামলায় আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার, ফয়সালা হয়ে যেতে পারে গামী দুসপ্তাহের মধ্যেই। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রাজ্য সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ফারাক বাড়তে বাড়তে তা প্রায় ৪৫% এসে ঠেকেছে। আর তাই অনন্যোপায় হয়ে রাজ্য সরকারি কর্মচারীরা আদালতের স্মরনাপন্ন হন, আইনজীবীদের বিভিন্ন দাবীদাওয়াতে ৭০ দিন ধরে কর্মবিরতি ছিল কলকাতা হাইকোর্টে, ফলে আটকে ছিল ডিএ মামলার শুনানি। কিন্তু সেই কর্মবিরতি উঠে যেতেই রাজ্য সরকার চেয়েছিল গ্রীষ্মের ছুটির পরই ফের মামলাটির শুনানি হোক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু সরকারি কর্মচারীদের আশান্বিত করে রাজ্যের আর্জি খারিজ করে দিল কোলকাতা হাইকোর্ট, স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আগামী ১৭ মের মধ্যে এই মামলার নিস্পত্তি করতে হবে। বহুদিন ধরে অচলাবস্থায় থাকার পর আজ মামলাটি হাইকোর্টে উঠতেই সেদিকে আদালতের দৃষ্টি করেন সরকারি কর্মচারীদের একাংশ, যার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়, আগামী ৮, ১০, ১৫ ও ১৭ মে ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে – ১৭ মের মধ্যে নিষ্পত্তি করা হবে ডিএ মামলার। এমনকি ডিএ মামলা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন নিয়ে চলা বিভিন্ন মামলাকেও ঢাল হিসাবে ব্যবহার করতে চায়, কিন্তু রাজ্য সরকারের শুনানি পিছনোর আর্জি নাকচ করে দেয় বিচারপতি দেবাশিষ করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ। ফলে সবমিলিয়ে আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!