এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হাইকোর্টে ডিএ মামলার রিভিউ পিটিশনে বড় ধাক্কা রাজ্য সরকারের বড় জয় সরকারি কর্মচারীদের – জানুন বিস্তারিত

হাইকোর্টে ডিএ মামলার রিভিউ পিটিশনে বড় ধাক্কা রাজ্য সরকারের বড় জয় সরকারি কর্মচারীদের – জানুন বিস্তারিত

প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে সামনে এল কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের করা রিভিউ পিটিশনের রায়। সেই রায়ের ফলে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার – বড় জয় রাজ্য সরকারি কর্মচারীদের। এই মামলার অন্যতম উদ্যোক্তা তথা সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের শীর্ষনেতা সুবীর সাহার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান – এই মাত্র রায় ঘোষণা হল কলকাতা হাইকোর্টে। সেই রায়ে বিচারপতিরা রাজ্য সরকারের সমস্ত দাবি উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন – ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক ও আইনানুগ অধিকার।

সুবীরবাবু আরও জানান, হাইকোর্টের রায়ে আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডিএ নিয়ে প্রশ্ন তুলেছিল – সেই প্রসঙ্গটিও কার্যত খারিজ হয়ে গেছে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রথমত কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল গত ৩১ শে আগস্ট, সেই সময় এই রায় সামনে আসে নি। দ্বিতীয়ত, এই মামলাটি স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডের – যার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ মামলার কোনো যোগ নেই। কেননা ইলেক্ট্রিসিটি বোর্ড এমন একটি সংস্থা – যার সঙ্গে লাভ-ক্ষতির অঙ্ক জড়িত থাকে, কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার প্রযোজ্য নয়। সবমিলিয়ে তাই রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এই মামলার সঙ্গে জড়িত ইউনিটি ফোরামের দেবপ্রসাদ হালদার এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, আমরা এই মামলার শুনানির সময়েই বিচারপতিদের অবজার্ভেশন পার্ট শুনেই আশান্বিত ছিলাম যে এই রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে। শেষ পর্যন্ত সরকারিভাবে তা হওয়ায় আমরা খুশি। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৩ ই মার্চ স্যাটে যে মামলার শুনানি আছে সেখানে আমরা রায়ের কপি জমা দেব এবং কলকাতা হাইকোর্টের নির্দেশমত স্যাটকে অনুরোধ করব এবার ডিএর হার ও তা বছরে কতবার করে দেওয়া হবে তা স্পষ্ট করে জানিয়ে দিতে।

তবে, দেবপ্রসাদবাবু একইসঙ্গে আশঙ্কা প্রকাশ করেন, এই রাজ্য সরকারের মানসিকতা একদম স্পষ্ট। এই মামলায় হার নিশ্চিত জেনে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে শুধু সময় নষ্ট করে যাওয়া। আর তাই, আমাদের আশঙ্কা রাজ্য সরকার এবার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। তবে, আমরাও সুপ্রিম কোর্টে ‘ক্যাভিয়েট’ করে রাখব, যাতে রাজ্য সরকার একতরফা কোনো রায় বের করে আনতে না পারে। পাশাপাশি আমরা যোগাযোগ করি সরকারি কর্মচারী পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশীষ শীলের সঙ্গে। তিনিও এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং জানিয়েছেন, আগামী ১৩ ই মার্চ ডিএ নিয়ে আমাদের করা মামলারও শুনানি আছে। যেহেতু হাইকোর্টের রায়ে স্পষ্ট, ডিএর ফয়সালা এবার স্যাটেই হবে, তাই সেইদিন আমরা এই রায়ের কপি জমা দিয়ে স্যাটের বিচারপতিদের কাছে রায়দানের জন্য আবেদন জানাবো। আর তাই, সবমিলিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে মুখ পুড়ল রাজ্য সরকারের – খুশির হাওয়া কর্মচারী মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!