এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ডিএ নিয়ে বড়সড় ধাক্কা খেলো রাজ্য, খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে

ডিএ নিয়ে বড়সড় ধাক্কা খেলো রাজ্য, খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি নতুন কিছু নয়। আর এবার মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রাজ্য ট্রাইব্যুনালে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। যে ঘটনা নিয়ে এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, রাজ্যের পক্ষ থেকে মহার্ঘভাতার রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হলেও, তা যে মানা যাবে না তা এদিন জানিয়ে দিয়েছে আদালত। আর এর ফলেই ব্যাপক চাপে পড়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, এদিন ওয়েস্টবেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দুই সদস্য বিচারপতি রঞ্জিত কুমার বাঘ এবং প্রশাসনিক সদস্য সুবেশ দাসের বেঞ্চে কর্মচারীদের পক্ষ নিয়ে একটি নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, রাজ্য সরকারকেই কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2017 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য ট্রাইবুনাল এবং কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। যেখানে 50 শতাংশ মহার্ঘভাতা দাবি করা হয়। আর তখনই রাজ্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করে কনফেডারেশন অব গভমেন্ট এমপ্লয়িজ সংগঠন। পরবর্তীতে সেই মামলা হাইকোর্ট হয়ে স্যাটের কাছে চলে যায়। কিন্তু এবার তা খারিজ করে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, অতীতে রাজ্য ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছিল, মহার্ঘভাতা কোনমতেই সরকারি কর্মচারীদের অধিকার নয়। আর তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। আর এই মামলার পর হাইকোর্ট রাজ্যের আর্জি খারিজ করে দেয়। পরবর্তীতে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়, সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ষষ্ঠ বেতন কমিশনের চালু করার আগেই মিটিয়ে দিতে হবে।

কিন্তু ষষ্ঠ বেতন কমিশন চালু হয়ে গেল রাজ্য সরকারের মহার্ঘভাতা ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন সরকারি কর্মচারীরা। আর আদালতের নির্দেশে অবমাননার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে কর্মচারী সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিন সেই ব্যাপারে নয়া নির্দেশ দিয়ে রাজ্যের আবেদন খারিজ করে রীতিমত রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে দিল কলকাতা হাইকোর্ট। এখন আদালতের এই নির্দেশের ফলে রাজ্য সরকার কতটা অস্বস্তিতে পড়ে, কোন দিকে এগোয় গোটা পরিস্থিতি, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!