এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রেকিং নিউজ – অবশেষে বেরোতে চলেছে ডিএ মামলার রায়, কবে কখন জানুন বিস্তারিত

ব্রেকিং নিউজ – অবশেষে বেরোতে চলেছে ডিএ মামলার রায়, কবে কখন জানুন বিস্তারিত

বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল রাজ্য সরকারি কর্মচারীদের মনে। রাজ্য সরকারের কাছে বারবার নিবেদন করেও কোনো ফল না মেলায় অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ একপ্রকার বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হন বলে দাবি। কিন্তু আদালতে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সুপ্রিম কোর্টের ১৯৫৪ সালের একটি মামলার রায় দেখিয়ে স্পষ্ট জানান, ডিএ সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পরে না।

আর তার পরিপ্রেক্ষিতে মামলাকারীদের পক্ষের দুই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সর্দার আমজাদ আলি আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর দুদিনের সওয়ালে তুলে ধরেন মূলত চারটি বিষয়। এক, রাজ্য সরকারের আইন বলছে ডিএ সরকারি কর্মাচারদিকে অধিকারের মধ্যে পরে। দুই, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ১৯৫৪ সালের যে রায়ের কথা বলছেন তারপরে সুপ্রিম কোর্টেই বহু মামলার রায়ে স্পষ্ট ডিএ সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পরে। তিন, সুপ্রিম কোর্টের রায় থেকেই স্পষ্ট বছরে দুবার করে ডিএ দিতে হবে। এবং চার, ডিএর হার প্রাইস ইনডেক্স বা পিআইএর উপর নির্ভর করবে (সেটা কেন্দ্রের ইনডেক্স ফলো করেও হতে পারে বা রাজ্যের নিজস্ব ইনডেক্সও হতে পারে)।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে আইনজীবী সর্দার আমজাদ আলি প্রশ্ন তোলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ১৯৫৪ সালের যে রায়ের কথা বলছেন তা আদতে ১৯২২ সালের ‘কলোনিয়াল আইনের’ উপর প্রতিষ্ঠিত। কিন্তু আজ ভারতবর্ষ স্বাধীন, তার নিজস্ব সংবিধান আছে, তাহলে বর্তমানে কোনো আইন কি পরাধীন ভারতের আইনের পরিপ্রেক্ষিতে হতে পারে? রাজ্য সরকার যেসব কর্মী দিল্লি বা চেন্নাইয়ে কর্মরত তাঁদের সিপিআই মেনে ডিএ দিলেও, পশ্চিমবঙ্গের মধ্যে যেসব কর্মী আছেন তাঁদের ক্ষেত্রে তা দিচ্ছে না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকার ‘পাবলিক মানি’ নিয়ে আদৌ কি এমন করতে পারে?

গত ২৪ শে জুলাই এই মামলার শুনানি শেষ হলেও, তখনই এই মামলার কোনো রায় দেন নি মাননীয় বিচারপতি। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বের হতে চলেছে অত্যন্ত গুরুত্ত্বপূর্ন ও সংবেদনশীল সেই ডিএ মামলার রায়। সূত্রের খবর, আগামীকালই সেই রায় বেরোতে চলেছে, তবে কিছু টেকনিক্যাল কারণে তা একদিন পিছিয়ে আগামী পরশুও হতে পারে। এই প্রসঙ্গে অন্যতম মূল মামলাকারী কনফেডারেশন নেতা সুবীর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মামলায় শুনানি গত ২৪ শে জুলাই শেষ হয়ে গেলেও রায়দান কবে হবে সেই নিয়ে আদালত তখন কিছু স্পষ্ট করে জানায় নি। তবে যা খবর পাচ্ছি তাতে আশা করছি আগামীকালই এই সংবেদনশীল মামলার রায় সামনে আসতে পারে, আর তা না হলেও আগামী পরশু অর্থাৎ ৩১ সে আগস্টের মধ্যেই তা সামনে আসতে চলেছে। সামগ্রিকভাবে যা শুনানি হয়েছে তাতে আমরা খুশি ও আশাবাদী। আশা করছি মাননীয় আদালত সবদিক বিবেচনা করে রাজ্যে সরকারি কর্মচারীদের পক্ষে মানবিক রায়ই দেবে। আমরা আশাবাদী এই রায় কর্মচারীদের পক্ষে ইতিবাচক হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!