এখন পড়ছেন
হোম > অন্যান্য > রূপচর্চায় মুসুরির ডাল – ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যাবহার করবেন, আসুন জেনে নিন

রূপচর্চায় মুসুরির ডাল – ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যাবহার করবেন, আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কবিগুরু বলেছেন, ” যেখানে দেখিবে ছাই.. উড়াইয়া দেখো তাই… পাইলেও পাইতে পারো অমূল্য রতন”। ঠিক, তবে এখন ছাই নয়, মুসুরির ডালের কথা বলবো। আমরা রূপচর্চার জন্য হন্যে হয়ে কতো দাম দিয়ে কতো কসমেটিক কিনে থাকি৷ কিন্তু আমরা এটা কী জানি যে মুসুরির ডালে যে বিপুল পরিমান প্রোটিন থাকে তাই নয়, প্রচুর গুনাগুন এই ডালে, বিশেষ করে রূপচর্চার ক্ষেত্রে তো এটি অতুলনীয়। কীভাবে? সেটাই বলছি৷

মুসুরির ডালে প্রচুর প্রোটিন তো আছেই, তা ছাড়া অনেক ধরনের ভিটামিন, ওমেগা থ্রি, কিছু পরিমান কার্বোহাইড্রেটও থাকে। তাই এটি ত্বকের জন্য খুবই ভাল। মুসুরির ডাল বেঁটে যদি এক মাস নিয়মিত ত্বকে লাগান, তবে ত্বক তো মসৃণ হবেই,সঙ্গে ত্বকের ওপরে কারোর কোনো ধরনের ছোপ ছোপ দাগ থাকলেও সেটা দূর হবে। ত্বকে উজ্জ্বলতাও ফিরে আসবে।

এবার আসি রূপচর্চায় মুসুরির ডাল ব্যাবহার করার পদ্ধতিতে:-

প্রথম ধাপ– মুসুরির ডালকে ব্যাবহার করার আগের দিন থেকে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। এতে ডালের গায়ে যে একধরনের পাউডারের স্তর থাকে তা চলে যায়।

দ্বিতীয় ধাপ — এর পরে, সেই ধুয়ে রাখা ডালের সাথে সামান্য কাঁচা দুধ আর অল্প হলুদ মিশিয়ে মিক্সচারে বা বেঁটে ভাল করে পেস্ট বানিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ — এবার আপনি স্নান করার আগে সেই পেস্টিকে মুখ ও ত্বকে লেপে পনের থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে। ওই পেস্টটি আসতে আসতে শুকিয়ে আসবে।

চতুর্থ ধাপ — এবার হাল্কা গরম জলে মুখটি ভাল করে ধুয়ে নিন। ধোয়ার পর মুখের ত্বক অনেক বেশি নরম হয়ে উঠবে।

এছাড়াও, আমরা ব্যাসন বা দই রূপচর্চায় ব্যাবহার করি। এই ব্যাসন বা দইয়ে যদি সামান্য মুসুরির ডালের বাঁটা মিশিয়ে ব্যাবহার করা যায় তবে আপনার ত্বক উজ্জ্বলতা ফিরে পেতে বাধ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরো আছে। মুসুরির ডাল বাঁটা দারুণ ভাবে ফেস ওয়াশের কাজ করে। আপনারা চাইলে মুসুরির ডাল বেঁটে ফ্রিজারে রেখে দিতে পারেন৷ যখন বাইরে থেকে এলেন, অনায়াসে কসমেটিক ফেস ওয়াশের বদলে আপনি মুসুরির ডাল বাঁটা ব্যাবহার করতে পারেন। সেই বাঁটার সাথে আপনি হলুদ মেশাতে পারেন, আবার না মেশালেও অসুবিধা নেই। ফল আপনি পাবেনই।

অনেকেরই মুখে অবাঞ্ছিত লোম থাকে। এর থেকে সহজে মুক্তি পেতে আপনারা চাল গুঁড়ো আর দুধের সাথে মুসুরির ডালের পেস্ট মিশিয়ে মুখের ওপর লাগাতে পারেন। এটি যদি কিছুদিন নিয়মিত করা যায় তবে মুখের অবাঞ্ছিত লোম থেকে অবশ্যই মুক্তি পাবেন।
তাছাড়া, মুসুরির ডাল বাঁটা চাল গুঁড়োর সাথে মিশিয়ে মুখে ঘষলে ত্বকের মৃত কোষগুলো উঠে যায়৷ এই ডাল স্ক্র্যাবার হিসাবেও খুব ভাল কাজ করে।

আপনার মুখে যদি বলি রেখা পড়ে তাহলেও ত্রাতা হতে পারে মুসুরির ডাল। সেক্ষেত্রে, মুসুরির ডাল বাঁটার সাথে একটু মধু মিশিয়ে নিতে হবে। নিয়মিত এটি করলে সহজে ত্বকে বয়সের ছাপ পড়বে না।

এছাড়াও, যদি আপনার ত্বক ড্রাই হয়ে যায় তাহলেও কার্যকর হতে পারে মুসুরির ডাল। সেক্ষেত্রে, মুসুরির ডাল বাঁটার সাথে গাঁদা ফুলের পাপড়ি মিশিয়ে নিয়ে ত্বকের ওপর লাগাতে হবে।

তবে, এবার ভাবুন, মুসুরির ডাল কতোটা কার্যকরী। এটি পেটে দিলেও উপকারী, ত্বকের জন্যেও ধন্বন্তরি!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!