এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ডবল ডবল পদত্যাগ করা উচিত ছিল মমতার” তীব্র কটাক্ষ সুকান্তর!

“ডবল ডবল পদত্যাগ করা উচিত ছিল মমতার” তীব্র কটাক্ষ সুকান্তর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরেই রেলমন্ত্রীর পদত্যাগ দাবি উঠছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে একাধিক নেতা নেত্রী সেই দাবি তুলতে শুরু করেছেন। যদিও বা পদত্যাগ কোনো সমস্যার সমাধান নয় বলে পাল্টা দাবি করছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার রেল দুর্ঘটনার কথা তুলে ধরে তার ডবল ডবল ইস্তফা দেওয়া উচিত ছিল বলে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন একাধিক দুর্ঘটনার তথ্য সামনে আনেন তিনি। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন 540 টির বেশি দুর্ঘটনা ঘটেছিল। কোথায়, তখন তো উনি পদত্যাগ করেননি! তাহলে তো ওনার তখন ডবল ডবল পদত্যাগ করা উচিত ছিল।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে রেল দুর্ঘটনার পর থেকেই যারা বেশি সোচ্চার হচ্ছেন, তাদের চাপের মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, একটা দুর্ঘটনা নিয়ে যারা রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন, তারা সমস্যার সমাধানের চেষ্টা করছেন না, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। পাশাপাশি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে, সেই তথ্য তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রীকেও সুকৌশলে চাপে ফেলে দিলেন সুকান্তবাবু বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!