এখন পড়ছেন
হোম > জাতীয় > দাবানলের মত বাড়ছে করোনা সংক্রমণ, ব্রাজিলকে পেছনে ফেলে দিলো ভারত

দাবানলের মত বাড়ছে করোনা সংক্রমণ, ব্রাজিলকে পেছনে ফেলে দিলো ভারত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। এবার ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো ভারতে। করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে প্রায় ৯০০ জন মানুষের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৬১,৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় ৮৭৯ জন মানুষের মৃত্যু হলো করোনায়। করোনা থেকে সুস্থতার হার কমেছে। তবে করোনাতে মৃত্যুর হার কিছুটা লাগাম পরানো সম্ভব হয়েছে। করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্র লকডাউন ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। দিল্লির অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক। করোনা পরিস্থিতি উদ্বেগজনক পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। এই পরিস্থিতির মধ্যেই আবার বেশকিছু রাজ্যে শুরু হয়েছে ভ্যাকসিনের অভাব। তবে সম্প্রতি ভারত একটি নতুন ভ্যাকসিন পেতে চলেছে। রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনকে ভারতে অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, গতকাল হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিলেন হাজার হাজার মানুষ। বহু মানুষ গঙ্গা স্নান করেছেন। এখান থেকে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। অনেকেই মাস্ক পরিধান করেননি, সামাজিক দূরত্বও মানেননি। কুম্ভ মেলায় অংশগ্রহণ করা ১১২ জন ইতিমধ্যেই করোনা সংক্রামিত হয়েছেন। এখান থেকে করোনা সংক্রমণ আরও তীব্র হতে পারে বলে, আশঙ্কা রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!