এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডাবল সেঞ্চুরি হলেও এই সাংসদের ভূমিকায় নাখুশ তৃণমূল! নিতে চলেছে কঠোরতম পদক্ষেপ? জল্পনা চরমে

ডাবল সেঞ্চুরি হলেও এই সাংসদের ভূমিকায় নাখুশ তৃণমূল! নিতে চলেছে কঠোরতম পদক্ষেপ? জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেজো ভাই ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর আরেক ভাই সৌমেন্দু অধিকারী এবং শেষে বাবা শিশির অধিকারী যোগ দেন পদ্মফুল শিবিরে। তবে অধিকারী পরিবারে একা ঘাসফুল নিয়ে কতক্ষণ লড়াই করে যাবেন দিব্যেন্দু অধিকারী, সেটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। মাঝেমধ্যেই তার বেসুরো মন্তব্য জল্পনা সৃষ্টি করে। তৃণমূলের একাংশ ধরেই নিয়েছিলেন, দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।

কিন্তু অধিকারী পরিবারের তিন সদস্য যখন বিজেপিতে যোগ দিয়েছেন, তখন তৃণমূল সাংসদ হিসেবে অধিকারী পরিবারের ছাদের তলায় বিজেপি সদস্যদের সঙ্গে রাত কাটাতে দেখা গেছে দিব্যেন্দু অধিকারীকে। তবে এখনও পর্যন্ত খাতায়-কলমে তৃণমূল কংগ্রেসেই রয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাওয়ার কারণে তার পরিবারের আরও দুই সদস্য গেরুয়া শিবিরের নাম লিখিয়েছিলেন। তবে দিব্যেন্দু অধিকারি যখন একা তৃণমূল কংগ্রেসে রয়েছেন, তখন তিনি পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে গিয়ে আদৌ দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলেছে।

এমনকি সেই জল্পনাতে সীলমোহর দিয়েই দিব্যেন্দু অধিকারীকে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়নি। আর এই পরিস্থিতিতে বিজেপির স্বপ্নকে চূর্ণ করে দিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তবে তা সত্ত্বেও তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারীর পারফরম্যান্স নিয়ে খুশি নয় দলের নেতারা।

জানা গেছে, রাজ্যে ভোট চললেও তৃণমূলের হয়ে কোনো কাজ করতে দেখা যায়নি দিব্যেন্দু অধিকারীকে। তাই এই পরিস্থিতিতে সেই  তৃণমূল সাংসদকে নিয়ে দলের রাজ্য নেতৃত্বকে একটি রিপোর্ট দিল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কমিটি। এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “দিব্যেন্দু প্রসঙ্গে আলোচনা অনধিকার চর্চা বলেই মনে করছি। তিনি একজন সাংসদ। তাই দিব্যেন্দু বিষয়ে যে কোনো সিদ্ধান্ত রাজ্য নেতৃত্ব গ্রহণ করবে। গত কয়েক মাস ধরে নিষ্ক্রিয় ছিলেন দিব্যেন্দু অধিকারী। সেই বিষয়ে জেলা কমিটি রিপোর্ট তৈরি করে রাজ্যকে পাঠিয়েছে। এরপর রাজ্য যা সিদ্ধান্ত নেবে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ অধিকারী পরিবারে থাকা ঘাসফুলের অন্যতম সদস্য তথা সাংসদের পারফরমেন্সে অখুশি হওয়ার কারণে এবার নড়েচড়ে বসেছেন জেলা নেতৃত্ব‌। তবে দিব্যেন্দু অধিকারীর ব্যাপারে জেলা নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য নেতৃত্তের কাছে রিপোর্ট তলব করার পরেই রাজ্য নেতৃত্ব এই হেভিওয়েট সাংসদের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর পূর্ব মেদিনীপুর জেলায় অনেক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিকে ক্ষমতা খর্ব করেছে তৃণমূল কংগ্রেস। তাই সেদিক থেকে এবার কি দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে ঘাসফুল শিবির? একাংশ বলছেন, বাড়ির সকল সদস্য বিজেপিতে যোগদান করেছেন। একমাত্র দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে রয়েছেন। সেদিক থেকে তিনি তৃণমূল কংগ্রেসে থাকলেও, এত বড় ভোটযুদ্ধ চলে যাওয়ার পরেও তাকে দলের হয়ে কোনো কাজ করতে দেখা যায়নি।

তাই এই পরিস্থিতিতে সেই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে জেলা নেতৃত্বে পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানোর তোড়জোড় করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে রাজ্য নেতৃত্ব বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!