এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ডাবগ্রাম-ফুলবাড়ি আসন থেকে কি আর ভোটে লড়বেন না গৌতম? কি বললেন

ডাবগ্রাম-ফুলবাড়ি আসন থেকে কি আর ভোটে লড়বেন না গৌতম? কি বললেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত বিধায়কদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দিয়েছেন, যারা বিধায়ক আছেন, তারা 2021 সালের বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। স্বাভাবিক ভাবেই প্রশান্ত কিশোরের টিম সমস্ত দিকে নজর রাখায় তিনি যাদেরকে প্রার্থী করতে বলবেন, তাদেরকেই প্রার্থী করা হবে বলে তৃণমূল বিধায়কদের মধ্যে জল্পনা চললেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনেকেই আশ্বস্ত হতে শুরু করেছিলেন। তবে এর মাঝে হঠাৎ করেই গুঞ্জন রটতে শুরু করে যে, ডাবগ্রাম-ফুলবাড়ী কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী গৌতম দেব এবার সেই কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন না।

যার ফলে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ে বঙ্গ রাজনীতিতে। হঠাৎ করে গৌতম দেবের এমন কি হল, যার কারণে তিনি তার কেন্দ্র থেকে লড়বেন না বলে খবর আসতে শুরু করল? তবে নানা মহলের তরফে এইরকম গুঞ্জন তৈরি হলেও, 2021 এর বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম- ফুলবাড়ী আসন থেকে লড়ে তিনি সেই আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন বলে জানিয়ে দিলেন গৌতম দেব।

সূত্রের খবর, এদিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব, জেলা তৃণমূল সভাপতি কিষাণ কুমার কল্যাণী, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ অন্যান্য নেতাকর্মীরা। আর সেখানেই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে নিজের আসন নিয়ে মুখ খুললেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

তিনি বলেন, “যেহেতু এই আসনে দায়িত্ব নিয়ে আমি কাজ করছি, তাই দায়িত্ব অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি পরিযায়ী পাখির মতো আজ এই আসনে, কাল অন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। একটি ভালো জায়গা যদি খারাপ হয়ে থাকে, তার দায় আমার। এবার সেই খারাপ হয়ে যাওয়া জায়গাকে ভালো করে আবার নেত্রীর হাতে তুলে দেওয়াটাই আমার কাজ। সেটাই আমি নেত্রীকে জানিয়েছি। দলের মধ্যে মনোমালিন্য বিরোধিতা থাকতেই পারে। কিন্তু যখন নির্বাচন ঘোষণা হয়, তখন শুরু হয় যুদ্ধ। আর যারা যুদ্ধের ময়দানে বিরোধিতা করেন, তাদের নাম মীরজাফর।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এতদিন গৌতম দেব তার নিজের বিধানসভা কেন্দ্রে 2021 সালে দাঁড়াবেন না বলে জল্পনা তৈরি হলেও, এদিন সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন রাজ্যের পর্যটনমন্ত্রী। একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে 50.65 শতাংশ ভোট পেয়ে সেখানে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। আর এরপরই ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে, গৌতম দেবের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভায় 86 হাজার ভোটে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর সেই গৌতম দেবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যার পরে তিনি আদৌ সেই বিধানসভা কেন্দ্রে দাঁড়াবেন কিনা, তা নিয়ে নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আর এবার কর্মীসভায় দাঁড়িয়ে হারের দায় মাথা পেতে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে এই আসন জয়লাভ করিয়ে নেত্রীর হাতে তুলে দেওয়ার দায়িত্ব বলে জানিয়ে দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী।

অর্থাৎ তার কথায় একপ্রকার পরিষ্কার হয়ে গেল যে, তিনি ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র থেকেই আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কর্মীসভায় এই বিধানসভা কেন্দ্র জিতিয়ে নেত্রীর হাতে তুলে দেওয়ার কথা গৌতম দেব বললেও, যেভাবে বিজেপির বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, তাতে তিনি সেই কাজ কতটা সফলতার সঙ্গে করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!