এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দাবির সঙ্গে একমত! তবে কর্ম বিরতিতে রোগীদের ভোগান্তি বন্ধে বড় বার্তা ডেপুটি মেয়রের!

দাবির সঙ্গে একমত! তবে কর্ম বিরতিতে রোগীদের ভোগান্তি বন্ধে বড় বার্তা ডেপুটি মেয়রের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনা ঘটার পর থেকেই উত্তাল গোটা রাজ্য। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতি শুরু হয়েছে জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের। যার ফলে স্বাস্থ্য ব্যবস্থায় যথেষ্ট প্রভাব পড়ছে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করতে এবং জুনিয়র চিকিৎসকরা যাতে কর্মবিরতি থেকে সরে আসেন, তার জন্যই বার্তা দিলেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা অতীন ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি থেকে সরে আসার আবেদন জানান অতীন ঘোষ। তিনি বলেন, “জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে আমরা সহমত। কিন্তু রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই তারা কর্ম বিরতি প্রত্যাহার করে কাজে ফিরে আসুন।” তবে অতীনবাবু এই বার্তা দিলেও যে প্রতিবাদের আগুন চিকিৎসক এবং পড়ুয়াদের মধ্যে জ্বলে উঠেছে, তা সহজে নেভার নয়। তাই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!