এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দাদার অনুগামী ছেড়ে এবার সরাসরি লড়াইয়ের ডাক, তবে কি নতুন দল? পোস্টার ঘিরে জল্পনা

দাদার অনুগামী ছেড়ে এবার সরাসরি লড়াইয়ের ডাক, তবে কি নতুন দল? পোস্টার ঘিরে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল, তখন বিভিন্ন জায়গায় তার অনুগামীরা “দাদার অনুগামী” লিখে সেখানে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ব্যাপক প্রচার করতে শুরু করে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তৃণমূলের শীর্ষ নেতা হলেও কেন সেই প্রস্তাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি বা তৃণমূল কংগ্রেসের কোনো চিহ্ন নেই, সেই ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে। বর্তমানে শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। খুব তাড়াতাড়ি তিনি দলত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার “দাদার ভক্ত” পোস্টারে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় শোরগোল পড়তে শুরু করল।

জানা গেছে, বর্তমানে শুধু শুভেন্দু অধিকারী নয়, রাজ্যের আরেক মন্ত্রীকে নিয়ে জল্পনা তীব্র হয়েছে, তার নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় রাজীববাবুর ছবি দিয়ে পোস্টার লাগানো হচ্ছে। আর এবার সেই পোষ্টারের নিচে লিখা থাকতে দেখা গেল দাদার ভক্ত। তাহলে কি শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা নিজেদের অনুগামীদের দিয়ে এইরকম পোস্টার লাগিয়ে দলকে বার্তা দিতে চাইছেন! তাহলে কি ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব অবলম্বন করে নিজেদের মত করে টিম গঠনের ওপর জোর দিচ্ছেন এই সমস্ত নেতারা! এখন তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় নাম না করে দলের একাংশের বিরুদ্ধে মুখ খুললেন। একটি সভায় গিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, দুর্নীতিগ্রস্তরা এখন প্রথম সারিতে। অর্থাৎ তিনি যে দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছিলেন, সেই ব্যাপারটি স্পষ্ট বিশেষজ্ঞদের কাছে। আর শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন তার অনুগামীরা প্রচার করতে ব্যস্ত, ঠিক তখনই সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত মন্ত্রীর ছবি দিয়ে নিচে লিখে দেওয়া হল দাদা ভক্ত। যার ফলে এখন আশঙ্কা তৈরি হচ্ছে যে, হয়ত বা শুভেন্দু অধিকারীর পথে হেঁটে নিজের মত করে টিম গঠনে জোর দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূলের শীর্ষনেতা।

আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তৃণমূলের এই সমস্ত শীর্ষ নেতারা দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে গুরুত্ব নেওয়ার চেষ্টা করছেন। তারা দলকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন, তাদের যদি দলে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে তারা বেঁকে উঠতে পারেন। বলা বাহুল্য, শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূলের শীর্ষ নেতাদের ওপর একসময় ভরসা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস বিপদে পড়লে সেখানে ঘাসফুল ফোটাতে এই রাজীব বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর মত নেতাদের বাড়তি দায়িত্ব দেওয়া হত।

কিন্তু এখন তারাই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজেদের মতো করে টিম গঠনে জোর দিয়েছেন। যার ফলে আশঙ্কা ক্রমশ বাড়তে শুরু করে শাসকদলের অন্দরমহলে। তবে শুভেন্দু অধিকারী মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের অনুগামীদের নিয়ে পথ চলার চেষ্টা করার সময় হঠাৎ করেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টার আকারে দিয়ে দাদার ভক্ত লিখে দেওয়ায় চরম জল্পনা তৈরি হল ঘাসফুল শিবিরে। সব মিলিয়ে একদিকে অনুগামী অন্যদিকে ভক্তদের ভিড়ে এখন তৃণমূল নেতৃত্ব কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!