এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দাদার অনুগামী শুভেন্দুর পোস্টারের রং ক্রমশ হলুদ থেকে গেরুয়া হচ্ছে, বাড়ছে জল্পনা!

দাদার অনুগামী শুভেন্দুর পোস্টারের রং ক্রমশ হলুদ থেকে গেরুয়া হচ্ছে, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকথায় আছে, রং দিয়ে যায় চেনা। কিন্তু এই রং যে বর্তমানে রাজ্য রাজনীতিতেও ব্যাপকভাবে প্রভাব ফেলবে, তা সত্যিই কল্পনা করা যায়নি। এবার শুভেন্দু অধিকারীর সঙ্গেও সেই “রং” নামক শব্দটি যুক্ত হয়ে গেল। বিশেষত, রাজ্য রাজনীতিতে সবুজ এবং তেরেঙ্গা রং কংগ্রেস এবং তৃণমূলের ক্ষেত্রে যায়। অন্যদিকে হলুদ এবং গেরুয়া রং যায় বিজেপির দিকে।

বর্তমানে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং রাজ্যের মন্ত্রী হলেও দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তাকে। উল্টে বিভিন্ন জায়গায় সেই শুভেন্দু অধিকারীর ছবি এবং দাদার অনুগামী লিখে পোস্টার দেওয়া হচ্ছে। আর শুভেন্দু অধিকারীকে নিয়ে এই পোস্টারের জল্পনার মাঝেই এবার সেই পোস্টারের রঙ নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল।

জানা গেছে, মালদহ শহরের ফোয়ারা মোড়ে আচমকাই একটি পোস্টার পড়তে দেখা যায়। সেখানে শুভেন্দু অধিকারীর ছবি ছিল। আর সেই পোস্টারের রঙ ছিল হলুদ এবং গেরুয়া। আর এই রঙ নিয়ে এবার তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। অনেকে বলছেন, হঠাৎ করে শুভেন্দু অধিকারীর ছবিতে কেন হলুদ রং ব্যবহার করা হল! তাহলে কি শুভেন্দুবাবু ধীরে ধীরে হলুদ রং ব্যবহার করা ভারতীয় জনতা পার্টির ঘনিষ্ঠ হতে শুরু করেছেন! আর তাই তার প্রতিকার হলুদ এবং গেরুয়া রং ব্যবহার করা হচ্ছে!

একাংশের প্রশ্ন, কেন শুভেন্দু অধিকারীর ছবিতে এই রং ব্যবহার করা হল! তিনি তো এখনও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। সেক্ষেত্রে তার ছবি শুধুমাত্র টাঙ্গানো নিয়ে এমনিতেই বিভিন্ন জায়গায় জল্পনা ছড়িয়েছে। আর তার মধ্যে সেই ছবিতে হলুদ এবং গেরুয়া রং ব্যবহার করা নিয়ে শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হতে শুরু করেছেন বলে দাবি করছেন সমালোচক মহলের একাংশ‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন শুভেন্দু অধিকারীর এই পোস্টার টাঙানো হল! এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অনুগামী পোস্টার টাঙানো কাজল গোস্বামী বলেন, “আমার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারী। এখানে অরাজনৈতিকভাবে দাদার নাম তুলে ধরে প্রশংসা করা হয়েছে। এই নিয়ে বিতর্ক না হওয়াই উচিত।” তবে শুভেন্দু অধিকারীর এই পোস্টার দেওয়া নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের অডিটর বাবলা সরকার বলেন, “এটা একটা চক্রান্ত করা হচ্ছে। শুভেন্দু অধিকারী জন্ম থেকেই তৃনমূল করেন। সেই কারণে তার বিজেপিতে যাওয়া নিয়ে কোনো প্রশ্নই ওঠে না।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দুবাবুকে নিয়ে এমনিতেই জল্পনা তৈরি হয়েছে। কিন্তু তার মাঝেই যেভাবে রং নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল, তাতে একটা জিনিস পরিষ্কার যে, এই হলুদ রং নিয়ে এখন ক্রমশ গুঞ্জন বাড়তে শুরু করল। তবে শুভেন্দু অধিকারীর পোস্টারে হলুদ রং থাকায় আগামী দিনে রাজ্য রাজনীতিতে এর কোনো প্রভাব পড়ে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!