এখন পড়ছেন
হোম > জাতীয় > দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, জেনে নিন!

দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছর আগে ঠিক একইভাবে করোনা পরিস্থিতির কারণে শিক্ষাব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। অতিমারী করোনা ভাইরাস প্রথম ভারতবর্ষে প্রবেশ করার কারণে বেশ কিছু পরীক্ষা বাতিল করতে হয়েছিল। তবে ধীরে ধীরে সেই করোনার মেঘ কাটতে থাকার কারণে আশা তৈরি হয়েছিল দেশবাসীর মধ্যে। বেশকিছু রাজ্যে শিক্ষা ব্যবস্থা সচল হতে শুরু করেছিল্ খুলতে শুরু করেছিল বিদ্যালয়গুলো।

স্বাভাবিক ভাবেই এবার যে ধীরে ধীরে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, সেই বিষয়টি নিশ্চিত ছিল সকলের কাছে। সেই মত প্রস্তুতি নিতে শুরু করেছিলেন শিক্ষার্থীরা। কিন্তু তার মাঝেই আবার হঠাৎ করেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। যার জেরে সিবিএসইর পক্ষ থেকে দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার পাশাপাশি দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি পরবর্তীকালে ঘোষণা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।

এমনকি বিভিন্ন রাজ্যও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের ব্যাপারে স্থগিতাদেশ জারি করেছিল। আর এই পরিস্থিতিতে কি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হতে শুরু করে। তবে এবার এই ব্যাপারে বড় সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, রবিবার এই ব্যাপারে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী সহ সচিবদের নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বিভিন্ন রাজ্য করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলে যাতে পরীক্ষা গ্রহণ করা হয়, সেই তার ব্যাপারে মতামত দিয়েছে। অর্থাৎ পরীক্ষা যে নেওয়া উচিত, সেই ব্যাপারে কার্যত একমত দেশের সিংহভাগ রাজ্য। আর এই পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের ব্যাপারে বেশ কিছু বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

সেক্ষেত্রে করোনা ভাইরাসের কারণে অন্য স্কুলে পরীক্ষা নেওয়া হবে, নাকি নিজের স্কুলেই পরীক্ষা হবে, সেই বিষয়টিও আলোচনায় পর্যায়ে থাকবে বলে খবর। পাশাপাশি করোনা ভাইরাস যদি এই পর্যায়েই থাকে, তাহলে পরবর্তীতে অনলাইনেও পরীক্ষা নেওয়া হতে পারে বলে একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একেই তো শিক্ষাঙ্গন দীর্ঘদিন ধরে বন্ধ। অনলাইন পড়াশুনার উপর জোর দিয়েছে সরকার। সেদিক থেকে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন যে হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে করোনা ভাইরাসের গ্রাফ কিছুটা হলেও নিচের দিকে নামতে শুরু করেছে।

তাই এই পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করা যে খুব একটা উপযুক্ত সিদ্ধান্ত হবে না, সেই ব্যাপারে প্রায় একমত সকল রাজ্য। তবে জীবন হাতে নিয়ে নিজেদের ছেলেমেয়েদের এই করোনা মহামারীর মধ্যে পরীক্ষা দিতে বিদ্যালয়ে পাঠাবেন কিনা অভিভাবকরা, সেটা একটা বড় প্রশ্ন। তাই দ্রুত করোনা মহামারীকে রোধ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং স্বাস্থ্য সুরক্ষিত রেখে সেই পরীক্ষা নেওয়ার ওপর জোর দিচ্ছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে রাজ্যগুলো কি সিদ্ধান্ত গ্রহণ করে, কি হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!