“দাদু-নাতি পারেনি, পিসি-ভাইপো শেষ করেছে” বড়সড় বোমা ফাটালেন হেভিওয়েট! বিজেপি রাজনীতি রাজ্য July 1, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি ব্রিটানিয়া কোম্পানি রাজ্য ছেড়ে চলে যাওয়ার কারণে সোচ্চার হচ্ছে বিরোধীরা। আর এবার সেই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার ফলে চরম চাপে পড়ে গেল রাজ্য প্রশাসন বলেই মনে করছেন একাংশ। প্রসঙ্গত, এদিন ব্রিটানিয়া কোম্পানি রাজ্য ছাড়া নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “দাদু নাতি খেয়ে শেষ করতে পারল না। কিন্তু পিসি ভাইপো মিলে শেষ করে দিল।” বলা বাহুল্য, এই ব্রিটানিয়া কোম্পানি নিয়ে একসময় বলা হত, দাদুও খায়, নাতিও খায়। আর সেই কথাকে তুলে ধরেই রাজ্যকে যে সবদিক থেকেই ক্ষতিগ্রস্ত করছে তৃণমূল, তা স্পষ্ট করলেন বিরোধী দলনেতা। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -