এখন পড়ছেন
হোম > রাজ্য > দফায় দফায় পঞ্চায়েত ও ব্লকে জানিয়েও এখনও মেলে নি আমপানের ক্ষতিপূরণ! চরমে যাচ্ছে ক্ষোভ

দফায় দফায় পঞ্চায়েত ও ব্লকে জানিয়েও এখনও মেলে নি আমপানের ক্ষতিপূরণ! চরমে যাচ্ছে ক্ষোভ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন যখন শিয়রে, ঠিক সেসময় আবারও নতুন করে আম্ফান দুর্নীতির কারণে রাজ্য রাজনীতিতে জোরদার শোরগোল। আমফানের পর ক্ষতিপূরণ নিয়ে ব্যাপক দুর্নীতির খোঁজ পাওয়া যায়। সেসময় তৃণমূল নেত্রী পরিস্থিতি সামলাতে স্বয়ং আসরে নামেন। শুদ্ধিকরণ নীতি প্রসঙ্গ তুলে তিনি সমস্ত টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করেন। অন্যদিকে আমফানের ক্ষতিগ্রস্তদের জন্য আবেদনপত্র জমা নেওয়ার কার্য চলতে থাকে। আগস্ট এর মাঝামাঝি সময়ে এই আবেদন করার সময়সীমা পার হয়ে গিয়েছে।

কিন্তু এবার হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে ক্ষতিপূরণ না পাওয়ার ক্ষোভ। আমফান ক্ষতিপূরণ এখনো পর্যন্ত হুগলী জেলার বহু জায়গায় পাওয়া যায়নি। আর এর ফলে রীতিমতো সাধারণ মানুষের ক্ষোভ জমে উঠছে বলে মনে করা হচ্ছে। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে বর্তমানে বঞ্চনার অভিযোগ এবং ক্ষতিপূরণের দাবি। আমফান ক্ষতিপূরণ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট অডিটের এবং তদন্তের নির্দেশ দিয়েছে।  তদন্ত এখনো শেষ হয়নি আর তাই প্রচুর মানুষ এখনও ক্ষতিপূরণ পাননি বলে জানা যাচ্ছে। এ প্রসঙ্গে আরামবাগের গৌরহাটি এক পঞ্চায়েতের বাসিন্দারা জানিয়েছেন, পঞ্চায়েত এবং ব্লক অফিসে আবেদন করা সত্বেও কোনরকম ক্ষতিপূরণ মেলেনি।

এমনকি মহকুমা শাসকের কাছে আবেদন করা হয়েছে, তাতেও লাভ হয়নি। একই কথা জাঙ্গিপাড়া, চন্ডীতলা 1-2, হরিপাল, শ্রীরামপুর, উত্তরপাড়া, পান্ডুয়া, বলাগড়, হুগলী জেলার বিভিন্ন অঞ্চল থেকে ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভের পারা ক্রমশ চড়ছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই অভিযোগ জানাচ্ছেন, শাসকদলের জনপ্রতিনিধি বা নেতাদের পছন্দ করা লোকজন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। এমনকি প্রচুর পাকা বাড়ির মালিকরা টাকা পেয়েছেন ক্ষতিপূরণের তালিকায় ভুয়ো নাম থাকায়। আর সত্যিকারের ক্ষতিগ্রস্তরা কোনরকম ক্ষতিপূরণ পাননি। প্রশ্ন উঠেছে, ক্ষতিগ্রস্ত হওয়া সত্বেও গরিব মানুষের নাম কেন তালিকায় নেই? সেই জবাব অবশ্য প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্য দিকে আরামবাগের হরিণখোলা এক পঞ্চায়েতের গ্রামবাসীরা ভুয়ো নামের তালিকা ব্লক দপ্তর, শাসকদল সহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন। বিপর্যয় দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নোটিশ পাঠানোর কারণে পঞ্চায়েতের 15 জন টাকা ফেরত দিয়েছেন। আরও 15 জনকে টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। তবে হইচই হওয়াতে যে কজন টাকা ফেরত দিয়েছেন তা খুবই নগণ্য বলে ধরা হচ্ছে। অন্যদিকে জেলা জুড়ে কতজন ভুয়ো লোকের কাছে ক্ষতিপূরণের টাকা পৌঁছেছে বা কতজন সেই টাকা ফেরত দিয়েছেন, কত টাকা উদ্ধার হয়েছে প্রশাসনের তরফ থেকে এই সংক্রান্ত কোনো রকম হিসেবে এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে হুগলি জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, যারা ভুলবশত ক্ষতিপূরণের টাকা পেয়েছেন তাদের বিডিও নোটিশ দিয়ে টাকা ফেরত নিচ্ছেন। তবে এখনো পর্যন্ত কত টাকা ফেরত এসেছে জেলায় তার হিসেব নেই বলে জানা যাচ্ছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলতে শুরু করেছেন অডিট যদি ঠিকঠাক হয়, তাহলে শাসকদলের আসল ছবি মানুষের সামনে বেড়িয়ে পড়বে।

তবে শাসক দলের নেতারা স্বচ্ছতার দাবি করেছেন। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লক থেকে যেভাবে আম্ফান ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ এখনো সামনে আসছে, তাতে সাধারণ মানুষের ক্ষোভ বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির যদি কোনো সুরাহা শাসকদল না করতে পারে, তাহলে একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দলের প্রতি ক্ষোভ বাড়বে আর তার ছাপ যে ভোটবাক্সে পড়বে সে কথা অনস্বীকার্য।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!