আজকের রাশিফল – কেমন যাবে ৬ ই জুন, বৃহস্পতিবারের দিন? কি বলছে ভাগ্যচক্র? অন্যান্য রাশিফল June 6, 2019 ভাগ্যচক্র ও জ্যোতিষমতে কেমন কাটবে আপনার আজকের দিন? কি কি শুভ বা অশুভ যোগ রয়েছে? কি এড়িয়ে চলবেন? কেমন যাবে আপনার আর্থিক ভাগ্য? প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রেই বা কি হবে? জেনে নিন দিনের শুরুতেই। মেষরাশি (ARIES – জন্মদিন ২১ শে মার্চ – ২০ শে এপ্রিল) – সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে হবে, যা একটুর জন্যও স্বস্তি দেবে না। হঠাৎ করে ভ্রমণ ও অর্থযোগ দেখা দিতে পারে। বৃষরাশি (TAURUS – জন্মদিন ২১ শে এপ্রিল – ২১ শে মে) – কিছু কিছু বিশেষ ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে। কিন্তু, যেভাবে চাইছেন শেষ সমাধান সেইভাবেই হবে। কোনো বিতর্কে জড়াবেন না। মিথুনরাশি (GEMINI – জন্মদিন ২২ শে মে – ২১ শে জুন) – ব্যবসায় প্রভূত উন্নতি হবে। বৈবাহিক জীবন অত্যন্ত সুখের হবে। কোনো উল্টোপাল্টা চিন্তা থেকে দূরে থাকুন, দিনটা মোটের উপর ভালো যাবে। কর্কটরাশি (CANCER – জন্মদিন ২২ শে জুন – ২২ শে জুলাই) – সাংসারিক বা ব্যবসায়িক অশান্তি চরমে উঠতে পারে, তাই একটু সাবধানে থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন, অযথা খরচ-খরচা থেকে দূরে থাকুন। সিংহরাশি (LEO – জন্মদিন ২৩ শে জুলাই – ২১ শে আগষ্ট) – সন্তান লাভের পূর্ন সম্ভাবনা রয়েছে। আয়ের প্রভূত উন্নতিযোগ রয়েছে। নিজের জন্য খরচ কিঞ্চিৎ বৃদ্ধি পাবে, জীবনসাথীর শাব্দিক থেকে সমর্থন পাবেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কন্যারাশি (VIRGO – জন্মদিন ২২ শে আগষ্ট – ২৩ শে সেপ্টেম্বর) – নিজের নিজের কাজের ক্ষেত্রে উন্নতি লক্ষ্যণীয় হবে, যতক্ষণ পর্যন্ত না মানসিকভাবে সন্তুষ্ট হবেন, ততক্ষন পর্যন্ত সবকিছু আপনার মনের ইচ্ছা মতোই হবে। তুলারাশি (LIBRA – জন্মদিন ২৪ শে সেপ্টেম্বর – ২৩ শে অক্টোবর) – প্রেমের সম্পর্ক ও সন্তানদের নিয়ে চিন্তা ক্রমশ বাড়বে। ছাত্রদের ক্ষেত্রে অতিরিক্ত প্রচেষ্টা দেখতে হবে। তীর্থযাত্রা যোগ রয়েছে ভাগ্যে। বৃশ্চিকরাশি (SCORPIO – জন্মদিন ২৪ শে অক্টোবর – ২২ শে নভেম্বর) – শারীরিক তো বটেই, মানসিক দুশ্চিন্তাও ক্রমশ বাড়বে। খরচ-খরচা বহুগুন বেড়ে যাবে। ভেবেচিন্তে তবেই কথাবার্তা বলুন। ধনুরাশি (SAGITTARIUS – জন্মদিন ২৩ শে নভেম্বর – ২২ শে ডিসেম্বর) – পারিবারিক সুখ বাড়বে, অর্থনৈতিক দিক থেকেও প্রভূত উন্নতিযোগ রয়েছে। সারাদিনটাই ভালো যাবে, তবে অযথা দৌড়াদৌড়ি করতে হতে পারে, যা হয়রানি বাড়াবে। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। মকররাশি (CAPRICORN – জন্মদিন ২৩ শে ডিসেম্বর – ২০ শে জানুয়ারি) – যদি কারোর কাছে ধার নিয়ে থাকেন, তাদের কারণে চিন্তা বাড়বে। শারীরিক যন্ত্রনা বাড়বে, যত্ন নিন। সহকর্মীদের সাহায্য পাবেন। কুম্ভরাশি (AQUARIUS – জন্মদিন ২১ শে জানুয়ারি – ১৯ শে ফেব্রুয়ারি) – স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি লক্ষ্যণীয় হবে। বিভিন্নদিকে উন্নতিযোগ লক্ষ্যণীয়। সন্তানদের স্বাস্থ্য ও পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। মীনরাশি (PISCES – জন্মদিন ২০ শে ফেব্রুয়ারি – ২০ শে মার্চ) – কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে। আপনার কঠিন পরিশ্রমের পরেও, অনেক কিছু আপনার হাতের বাইরে চলে যাবে, যা মানসিক চাপ বাড়াবে। পিতা-মাতার স্বাস্থ্য নিয়েও চিন্তা বাড়তে পারে। আপনার মতামত জানান -