এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজকের রাশিফল – কেমন যাবে ১৪ ই জুন, শুক্রবারের দিন? কি বলছে ভাগ্যচক্র?

আজকের রাশিফল – কেমন যাবে ১৪ ই জুন, শুক্রবারের দিন? কি বলছে ভাগ্যচক্র?


ভাগ্যচক্র ও জ্যোতিষমতে কেমন কাটবে আপনার আজকের দিন? কি কি শুভ বা অশুভ যোগ রয়েছে? কি এড়িয়ে চলবেন? কেমন যাবে আপনার আর্থিক ভাগ্য? প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রেই বা কি হবে? জেনে নিন দিনের শুরুতেই।

মেষরাশি (ARIES – জন্মদিন ২১ শে মার্চ – ২০ শে এপ্রিল) – ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা করতে পারেন। বয়জ্যেষ্ঠদের সমর্থন পাবেন। আপনার স্বীকৃতি ও মর্যাদা বৃদ্ধি পাবে। হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন।

বৃষরাশি (TAURUS – জন্মদিন ২১ শে এপ্রিল – ২১ শে মে) – নতুন কাজ শুরু করতে পারেন। ভ্রমনযোগ রয়েছে, তবে বৈভবের পিছনে খরচ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া পেয়ে যেতে পারেন। ধর্মীয় কারণে খরচ হতে পারে।

মিথুনরাশি (GEMINI – জন্মদিন ২২ শে মে – ২১ শে জুন) – স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়বে। অতিরিক্ত খরচের জ্বালায় কাহিল হয়ে যেতে পারেন। জীবনসাথীর সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে। ভ্রমনের সম বাধার সম্মুখীন হতে পারে।

কর্কটরাশি (CANCER – জন্মদিন ২২ শে জুন – ২২ শে জুলাই) – আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায় আপনার সাথির জন্য লাভবান হবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মিটে যাবে।

সিংহরাশি (LEO – জন্মদিন ২৩ শে জুলাই – ২১ শে আগষ্ট) – আটকে থাকা ঋণ আজ পেয়ে যেতে পারেন। পেটের সমস্যা ভোগাতে পারে, সাবধানে থাকুন। অনাবশ্যক বিতর্কে জড়াবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কন্যারাশি (VIRGO – জন্মদিন ২২ শে আগষ্ট – ২৩ শে সেপ্টেম্বর) – সন্তানের কারণে সুসংবাদ পেতে পারেন এবং তা থেকে লাভবান হতে পারেন। জীবনসাথীর সঙ্গে খুব ভালো সময় কাটবে। ধর্মীয় ভ্রমন যোগ রয়েছে।

তুলারাশি (LIBRA – জন্মদিন ২৪ শে সেপ্টেম্বর – ২৩ শে অক্টোবর) – অনাবশ্যক সঙ্কটের মুখোমুখি হতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। বাড়ির পিছনে খরচ বাড়বে।

বৃশ্চিকরাশি (SCORPIO – জন্মদিন ২৪ শে অক্টোবর – ২২ শে নভেম্বর) – বিভিন্ন দিক থেকে লাভবান হবেন। চাকুরীক্ষেত্রে বা ব্যবসায় বহু কাঙ্খিত সাফল্য পাবেন। ভাই-বোনদের কল্যানে লাভবান হবেন।

ধনুরাশি (SAGITTARIUS – জন্মদিন ২৩ শে নভেম্বর – ২২ শে ডিসেম্বর) – আপনার পুরোনো বিনিয়োগের জন্য লাভবান হবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বর্তাতে পারে। নিজের কথাবার্তার উপর বিশেষ নজর দিন।

মকররাশি (CAPRICORN – জন্মদিন ২৩ শে ডিসেম্বর – ২০ শে জানুয়ারি) – ব্যবসায় লাভ করবেন। জীবনসাথীর কাছ থেকে সুসংবাদ লাভ করবেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে।

কুম্ভরাশি (AQUARIUS – জন্মদিন ২১ শে জানুয়ারি – ১৯ শে ফেব্রুয়ারি) – অনেক খরচ হয়ে যেতে পারে। কাজের জন্য ভ্রমন করতে হতে পারে। অপ্রয়োজনীয়ভাবে মানসিক চাপ বাড়তে পারে, সাবধানে থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাবে।

মীনরাশি (PISCES – জন্মদিন ২০ শে ফেব্রুয়ারি – ২০ শে মার্চ) – দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থলাভ হতে পারে। অতিরিক্ত আর্থিক লাভের পথ প্রশস্ত হতে পারে। মানসিক ও শারীরিক ভাবে আরও চাঙ্গা হবেন। কর্মক্ষেত্রে সব অসুবিধা মিটে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!