এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজকের রাশিফল – কেমন যাবে ২১ শে জুন, শুক্রবারের দিন? কি বলছে ভাগ্যচক্র?

আজকের রাশিফল – কেমন যাবে ২১ শে জুন, শুক্রবারের দিন? কি বলছে ভাগ্যচক্র?


ভাগ্যচক্র ও জ্যোতিষমতে কেমন কাটবে আপনার আজকের দিন? কি কি শুভ বা অশুভ যোগ রয়েছে? কি এড়িয়ে চলবেন? কেমন যাবে আপনার আর্থিক ভাগ্য? প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রেই বা কি হবে? জেনে নিন দিনের শুরুতেই।

মেষরাশি (ARIES – জন্মদিন ২১ শে মার্চ – ২০ শে এপ্রিল) – আপনার কাজের স্বীকৃতি পাবেন এবং তার জন্য সম্মানিতও হবেন। যে কোন কাজ সম্পন্ন করতে আপনার ভাগ্য আজ আপনার সঙ্গ দেবে। কর্ম সংক্রান্ত সুখবর আপনার জন্য অপেক্ষা করছে।

বৃষরাশি (TAURUS – জন্মদিন ২১ শে এপ্রিল – ২১ শে মে) – আজকে জাতীয় হাত দেবেন, সাফল্য অবধারিত। জীবনসাথীর সঙ্গে আপনার সম্পর্ক আরও গাঢ় হবে। জীবনসাথীর ভাগ্যে লাভবান হবেন।

মিথুনরাশি (GEMINI – জন্মদিন ২২ শে মে – ২১ শে জুন) – শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে অতিরিক্ত মেহনত করতে হবে। তবে অর্থভাগ্য সুপ্রসন্ন হবে। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা কেটে যাবে।

কর্কটরাশি (CANCER – জন্মদিন ২২ শে জুন – ২২ শে জুলাই) – স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। খরচ অতিরিক্ত পরিমান বৃদ্ধি পাবে। তর্ক-বিতর্কের জেরে জীবনসাথীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কোনো রকম কুচিন্তা বা কুকর্ম থেকে দূরে থাকুন, ভবিষ্যতে বড় ক্ষতি হয়ে যেতে পারে।

সিংহরাশি (LEO – জন্মদিন ২৩ শে জুলাই – ২১ শে আগষ্ট) – আপনার অর্থনৈতিক অবস্থার প্রভূত উন্নতি হবে। হঠাৎ করে বড়সড় আর্থিক যোগ ঘটে যেতে পারে। ভ্রমনযোগ আছে আজ ভাগ্যে। বিবাহিত জীবন খুবই সুখের হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কন্যারাশি (VIRGO – জন্মদিন ২২ শে আগষ্ট – ২৩ শে সেপ্টেম্বর) – অতিরিক্ত কাজের ভারে মানসিক চাপে থাকবেন। সাফল্য পেতে গেলে ঠান্ডা মাথায় কাজ সম্পন্ন করুন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

তুলারাশি (LIBRA – জন্মদিন ২৪ শে সেপ্টেম্বর – ২৩ শে অক্টোবর) – হঠাৎ করে আর্থিক প্রাপ্তি ঘটে যেতে পারে। সুখবর পেতে এপ্রেন যে কোন বিষয়ে। ছাত্রদের জন্য অত্যন্ত ভালো দিন। কর্মক্ষেত্রেও সাফল্য নিশ্চিত।

বৃশ্চিকরাশি (SCORPIO – জন্মদিন ২৪ শে অক্টোবর – ২২ শে নভেম্বর) – শারীরিক ব্যাথা-বেদনায় দিনটা কষ্টে যাবে। খরচ বহুগুন বেড়ে যাবে। কর্মক্ষেত্রে ভ্রমনযোগ স্পষ্ট। কর্মসংক্রান্ত মানসিক চাপ কেটে যাবে।

ধনুরাশি (SAGITTARIUS – জন্মদিন ২৩ শে নভেম্বর – ২২ শে ডিসেম্বর) – কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। আপনার দৈনন্দিন জীবনের মান আজ বৃদ্ধি পাবে। ভ্রাতৃ ভাগ্যে লাভবান হবেন।

মকররাশি (CAPRICORN – জন্মদিন ২৩ শে ডিসেম্বর – ২০ শে জানুয়ারি) – কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হলেও, দিনের শেষে সাফল্য আসবে। ছোটোখাটো ঘটনায় বিপত্তির সম্মুখীন হতে হবে। বৈবাহিক জীবন সুখের হবে।

কুম্ভরাশি (AQUARIUS – জন্মদিন ২১ শে জানুয়ারি – ১৯ শে ফেব্রুয়ারি) – কর্মসংক্রান্ত সুখবর পেতে চলেছেন। ভাগ্যচক্রে হঠাৎ আর্থিক র্প্রাপ্তিযোগ ঘটে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আজ দিনের শেষে সমাপ্ত করে মানসিক প্রশান্তি পাবেন।

মীনরাশি (PISCES – জন্মদিন ২০ শে ফেব্রুয়ারি – ২০ শে মার্চ) – মন খারাপ বৃদ্ধি পাবে ফলে অকর্মন্য হয়ে যেতে পারেন। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। মানসিক বিভ্রান্তি ও চাপে কাটতে পারে দিনটা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!