আজকের রাশিফল – কেমন যাবে ৯ ই জুন, রবিবারের দিন? কি বলছে ভাগ্যচক্র? অন্যান্য রাশিফল June 9, 2019 ভাগ্যচক্র ও জ্যোতিষমতে কেমন কাটবে আপনার আজকের দিন? কি কি শুভ বা অশুভ যোগ রয়েছে? কি এড়িয়ে চলবেন? কেমন যাবে আপনার আর্থিক ভাগ্য? প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রেই বা কি হবে? জেনে নিন দিনের শুরুতেই। মেষরাশি (ARIES – জন্মদিন ২১ শে মার্চ – ২০ শে এপ্রিল) – অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ভাগ্যে। অন্যের কাজে অযথা খুঁত ধরতে যাবেন না, সমস্যা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার স্থান আরও মজবুত হবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। বৃষরাশি (TAURUS – জন্মদিন ২১ শে এপ্রিল – ২১ শে মে) – কাজ ভণ্ডুল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। জীবনসাথীর সঙ্গে মতপার্থক্য ঘটতে পারে যে কোন মুহূর্তে। খরচ-খরচা বহুগুন বাড়তে পারে। মিথুনরাশি (GEMINI – জন্মদিন ২২ শে মে – ২১ শে জুন) – আপনার জন্য দিনটি খুবই পবিত্র হতে চলেছে। সব কিছু ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসবে। কর্মক্ষেত্রেও সবকিছু থিথাক হয়ে যাবে। বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। কর্কটরাশি (CANCER – জন্মদিন ২২ শে জুন – ২২ শে জুলাই) – অর্থননৈতিক উন্নতিযোগ লক্ষ্যণীয়। কর্মক্ষেত্রে সাফল্য সুনিশ্চিত। কিন্তু কোন যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। জীবনসাথীর সঙ্গে আপনার সমর্কের অসাধারন উন্নতি হবে। সিংহরাশি (LEO – জন্মদিন ২৩ শে জুলাই – ২১ শে আগষ্ট) – অন্যের কাছে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে। প্রায় প্রতিটা কাজই অত্যন্ত নিষ্ঠা ও অধ্যাবসায়ের সঙ্গে করতে পারবেন। অতিরিক্ত আয়ের পথ খুলে যাবে। বৈবাহিক জীবন অত্যন্ত সুখের হতে চলেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কন্যারাশি (VIRGO – জন্মদিন ২২ শে আগষ্ট – ২৩ শে সেপ্টেম্বর) – সারাদিন ধরেই মনের মধ্যে অশান্তি থাকবে। কর্ম সংক্রান্ত অথবা ব্যবসা সংক্রান্ত ভ্রমন যোগ রয়েছে। আপনার রাগের জন্য অনেক কাজ ভণ্ডুল হয়ে যেতে পারে। তুলারাশি (LIBRA – জন্মদিন ২৪ শে সেপ্টেম্বর – ২৩ শে অক্টোবর) – কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্যণীয়। তবে মনের মধ্যে কুচিন্তা আসতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসাক্ষেত্রে নতুন কিছু করতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে দিনটি। বৃশ্চিকরাশি (SCORPIO – জন্মদিন ২৪ শে অক্টোবর – ২২ শে নভেম্বর) – লাভের জন্য একের পর এক দরজা খুলে যাবে। পিতা ও বায়োজ্যেষ্ঠ্যদের পাশে পাবেন। হঠাৎ করে আর্থিক লাভবান হওয়ার দরজা খুলে যেতে পারে। ধনুরাশি (SAGITTARIUS – জন্মদিন ২৩ শে নভেম্বর – ২২ শে ডিসেম্বর) – কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার নতুন দরজা খুলে যেতে পারে। ভাই-বোনেদের সমর্থন লক্ষ্যণীয় হবে। আর্থিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভেবে চিনতে কথা বলুন। মকররাশি (CAPRICORN – জন্মদিন ২৩ শে ডিসেম্বর – ২০ শে জানুয়ারি) – আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হতে পারে। শারীরিক বাধার সম্মুখীন হতে হবে। পারিবারিক সদস্যদের সমর্থন আপনার পাশেই থাকবে। কুম্ভরাশি (AQUARIUS – জন্মদিন ২১ শে জানুয়ারি – ১৯ শে ফেব্রুয়ারি) – আপনার পারিবারিক জীবন সুখের হবে। দীর্ঘদিনের বকেয়া টাকার হঠাৎ করে মুখ দেখতে পারেন। ব্যবসায় প্রভূত উন্নতি যোগ রয়েছে, নতুন রোজগারের দরজায় খুলে যেতে পারে। মীনরাশি (PISCES – জন্মদিন ২০ শে ফেব্রুয়ারি – ২০ শে মার্চ) – ভেঙে যাওয়া সম্পর্কের উন্নতিসাধন হবে। শত্রুদের উপর আপনি ক্রমশ প্রভাব বিস্তার করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জীবনসাথীর সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে। আপনার মতামত জানান -