এখন পড়ছেন
হোম > অন্যান্য > শীতের বাজারে কোন সবজির দামে আজ হাত পুড়বে আমজনতার? দেখে নিন একনজরে

শীতের বাজারে কোন সবজির দামে আজ হাত পুড়বে আমজনতার? দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালি মানেই খাদ্যরসিক। আর খাবারের প্রতি ভালোবাসা যেখানে, সেখানে বাজারে যাওয়ার প্রতি টান থাকবে না সেটা হতে পারে না। তাই থলে হাতে বাজারের ইতি উতি প্রায় সব বাঙালিরই গন্তব্য। মাছের পেটটা টিপে কি ভিন্ডির তেলা গায়ের দিকে নজর দেওয়া মাস্ট। তবে পকেট? করোনার বাজারে পকেটের দিকেও তো নজর রাখা চাই। তাই আজ সকালে বাজারে যাওয়ার আগে কতখানি ভরতে হবে পকেট? দেখে নিন একনজরে-

সবজি বাজার:- (খোলা দর)
জ্যোতি আলু- ২২-২৫ টাকা প্রতিকিলো
চন্দ্রমুখী আলু- ২৫-৩০ টাকা প্রতিকিলো
পেঁয়াজ- ৪৫-৫৫ টাকা প্রতিকিলো
আদা- ৮০-১০০ টাকা প্রতিকিলো
কুমড়ো- ২০-৩০ টাকা প্রতিকিলো
উচ্ছে- ৪০-৪৮ টাকা প্রতিকিলো

বেগুন- ২৫-৩৫ টাকা প্রতিকিলো
টমেটো(দিশি)- ১৫-৩০ টাকা প্রতিকিলো
করাইশুঁটি- ২৫-৪০ টাকা প্রতিকিলো
কাঁচা লঙ্কা- ৮০-১০০ টাকা প্রতিকিলো
পেঁয়াজকলি- ২৫-৩৫ টাকা প্রতিকিলো
গাজর- ২৫-৩০ টাকা প্রতিকিলো
ক্যাপসিকাম- ৩০-৪০ টাকা প্রতিকিলো
বিনস- ২৫-৩৫ টাকা প্রতিকিলো

সিম- ১০-২০ টাকা প্রতিকিলো
বাধা কপি প্রতি পিস- ১০-১২ টাকা
ফুল কপি প্রতি পিস- ৮-১০ টাকা
করলা- ২৫-৩০ প্রতিকিলো
লাউ- ১০-১৫ টাকা প্রতিকিলো

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলের বাজার:-
কাঁঠালি কলা- ৯০-১০০ টাকা প্রতিকেজি
কুল (বড়) ৫০-৬০ টাকা প্রতিকেজি
পেয়ারা- ৮০-৯০ টাকা প্রতিকেজি
কমলালেবু- ৩০-৪০ টাকা প্রতিকেজি
আপেল- ১৬০-১৮০ টাকা প্রতিকেজি

মুসাম্বীলেবু- ১২৫-১৪০ টাকা প্রতিকেজি
বেদানা- ২৩৫-২৫০ টাকা প্রতিকেজি
আনারস- ৪৫-৫৫ টাকা প্রতি পিস
শশা- ৩৫-৪০ টাকা প্রতিকেজি।

মাংস বাজার:-
মুরগি মাংস – ১৫০-১৬০ টাকা প্রতিকেজি
পাঁঠা মাংস – ৬০০-৬৫০ টাকা প্রতিকেজি
ডিম- ১৮০ টাকা ( ৩০ পিস)

মাছ বাজার:-
রুই মাছ(গোটা) ২০০-২৫০ টাকা প্রতিকেজি
রুই মাছ(কাটা) ২৫০-৩০০ টাকা প্রতিকেজি                                                                                                                          কাতলা মাছ (গোটা) ২৫০ টাকা প্রতিকেজি                                                                                                                  কাতলা মাছ (কাটা) ৩৫০-৪০০ টাকা প্রতিকেজি
পাবদা মাছ ৫৫০-৬৫০ টাকা প্রতিকেজি
পমফ্লেট মাছ ৬০০-৬৫০ টাকা প্রটিকেজি
ভেটকি মাছ ৫০০-৫৫০ টাকা প্রতিকেজি
চিংড়ি মাছ ৩৫০-৪৫০ টাকা প্রতিকেজি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!