এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! বেলা গড়ালেই বজ্রবিদ্যুত্‍-সহ প্রবল বৃষ্টি ! জানুন আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! বেলা গড়ালেই বজ্রবিদ্যুত্‍-সহ প্রবল বৃষ্টি ! জানুন আবহাওয়ার পূর্বাভাস


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  অবশেশে এবার আসতে চলেছে দক্ষিণ বঙ্গে বর্ষা , ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে শুরু হয়েছে মেঘের আনাগোনা।আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। জানা যাচ্ছে আজ কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ার একাধিক প্রান্তে বজ্রবিদ্যুত্‍ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সম্ভবনা রয়েছে এমনকি দক্ষিণবঙ্গের কোনো কোনো প্রান্তে প্রবল বর্ষণ হতে পারে এমনটা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে ।

আজ শহরে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে । আগামী কয়েকদিনে সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ায়। দক্ষিণের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে চলেছে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলেছে। তবে মঙ্গলবার থেকে  বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্র মৌসুমী বায়ু ছড়িয়ে পড়বে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী দিনে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কতটা দ্রুত সক্রিয় হয়ে ওঠে দক্ষিণবঙ্গে স্বস্তির বর্ষণ ঘটে সে দিকেই নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!