এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দক্ষিনে মোদি, আর উত্তরে দিদি, জমজমাট বাঙ্গালীর ভোটের রোজনামচা

দক্ষিনে মোদি, আর উত্তরে দিদি, জমজমাট বাঙ্গালীর ভোটের রোজনামচা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শিরে সংক্রান্তি বিধানসভা নির্বাচন, সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি ও প্রচার তুঙ্গে। আর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিগ্রেড সমাবেশে যোগদান করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি বিজেপি শিবিরের। প্রধানমন্ত্রীর কাটআউটে ভরে উঠেছে কলকাতা। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও তারকারা উপস্থিত হতে চলেছেন আজকের ব্রিগেডে। আবার আজ কলকাতা থেকে সুদূর উত্তরে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলে যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আজ শিলিগুড়িতে পদযাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড় থেকে শুরু করে ভেনাস মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটারের পদযাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১১ টা থেকে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা শুরু হবে। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, সাংসদ নুসরাত জাহান প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জ্বালানির মূল্য। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে বিজেপি বিরোধী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে গ্যাস, তেলের মূল্যবৃদ্ধির ফলে জ্বালানির মূল্যবৃদ্ধির ঘটছে দেশের বাজারে ব্যাপকভাবে। আজ এই পরিস্থিতিতে তৃণমূলের মহিলা বাহিনীকে সঙ্গে নিয়ে মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ প্রতীকী সিলিন্ডার হাতে নিয়ে চলবে তাঁদের মিছিল। এই মিছিলে মহিলারা থাকবেন। তিনি জানালেন, যখন তাঁরা বিনামূল্যে খাবার দিচ্ছেন,কেন্দ্রীয় সরকার তখন গ্যাসের দাম বাড়িয়েই চলেছে। ইতিপূর্বে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গিয়েছিল তৃণমূলকে। কলকাতা সহ সমগ্র রাজ্যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। এবার আজ আবার এই ইস্যুতে মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী যখন তখন রাস্তায় হাঁটেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!