এখন পড়ছেন
হোম > অন্যান্য > দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে শুরু হতে চলেছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, উদ্বেগ আবহাওয়া দপ্তরের

দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে শুরু হতে চলেছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, উদ্বেগ আবহাওয়া দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দক্ষিণবঙ্গ ছাড়িয়ে অতিবৃষ্টি এবার পাড়ি দিতে চলেছে উত্তরবঙ্গে। সুদীর্ঘ সময়কাল ধরে অতিবৃষ্টির কবলে পড়ে দক্ষিণবঙ্গের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন। বিভিন্ন জায়গায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যেই রয়েছে ভরা কোটালের ভ্রুকুটি। সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টি হবে। যার জেরে সেখানকার নদীগুলি ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। এমনকি এর জেরে নীচু এলাকায় বন্যা হবে বলেও শোনা যাচ্ছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় উত্তরবঙ্গের প্রতিটি জেলার জন্য ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বলে শোনা যাচ্ছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী 27 শে জুন রবিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই তিন জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে 28 শে জুনও। অন্যদিকে 29  ও 30 শে জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। একই সাথে দার্জিলিং, কালিম্পংয়েও অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশী বলে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। জানা যাচ্ছে বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলাও ভারী বৃষ্টির ক্ষেত্রে এগিয়ে আছে। এদিনও জারী থাকবে কমলা সতর্কবার্তা। একইসাথে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় সর্তকতা জারি করা হয়েছে। 1 এবং 2 জুলাই বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। একইসাথে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

3 রা জুলাইতেও একই পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে সব মিলিয়ে দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ জেলাজুড়ে শুরু হবে একনাগাড়ে বৃষ্টি। স্বাভাবিকভাবেই এই বৃষ্টির জেরে নদী উপচে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। এক্ষেত্রে উত্তরবঙ্গে পাহাড়ী নদীর সংখ্যা বেশী যা এই অতিবৃষ্টিতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলে জানা যাচ্ছে। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে পরিস্থিতি যাতে আয়ত্তে থাকে সে দিকেই নজর রাখা হচ্ছে, ইতিমধ্যেই এলাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!