এখন পড়ছেন
হোম > জাতীয় > দক্ষিণের রাজ্যে বিজেপির অন্তর্দ্বন্দ ক্রমশ চিন্তা বাড়াচ্ছে সর্বভারতীয় স্তরে, তবে কি মুখ্যমন্ত্রী বদল একমাত্র রাস্তা?

দক্ষিণের রাজ্যে বিজেপির অন্তর্দ্বন্দ ক্রমশ চিন্তা বাড়াচ্ছে সর্বভারতীয় স্তরে, তবে কি মুখ্যমন্ত্রী বদল একমাত্র রাস্তা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় যেমন গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ তৈরি হয়েছে ঠিক একই রকম অন্তর্দ্বন্দের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের অন্য আরেকটি রাজ্যে। যদিও সেখানে ক্ষমতায় গেরুয়া শিবির। কথা হচ্ছে কর্ণাটক রাজ্য নিয়ে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন বি এস ইয়েদুরাপ্পা। কিন্তু কর্নাটকে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ চিন্তা বাড়িয়ে চলেছে। প্রধানত কর্নাটকের অর্ধেক বিজেপি নেতা বিরোধিতা করছেন তাঁদের বর্তমান মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইয়েদুরাপ্পা দেখা করলেন।

সেক্ষেত্রে অনেকেই মনে করছেন, হয়তো অসুস্থতার কারণে ইয়েদুরাপ্পা এবার মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে চলেছেন। যদিও ইয়েদুরাপ্পা নিজে এ ধরনের কোনো কথা স্বীকার করেননি। পাল্টা তিনি এটি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। বরং কর্নাটকের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, বেশ কয়েকটি প্রকল্প নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই দিল্লি গেছেন। কার্যত ইয়েদুরাপ্পার বিরুদ্ধে বেশ গুরুতর কয়েকটি অভিযোগ রয়েছে। যার মধ্যে অন্যতম সমস্যা হলো ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কর্নাটকের নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা যে এখনই নেই তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সম্প্রতি কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ সিং। পাশাপাশি কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নেতৃত্বে সরকার ভালো কাজ করছে বলে জানান তিনি। যদিও বিদ্রোহী বিধায়করা জানান, মুখ্যমন্ত্রী হিসেবে ইয়েদুরাপ্পার পক্ষে এখন কাজ করা সম্ভব নয়। বিশেষত তাঁর স্বাস্থ্য ভালো নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার দলের বিদ্রোহ সামলানোর মতন নৈতিক জোড় বা সাহস নেই এক্ষেত্রে।

এ প্রসঙ্গে ইয়েদুরাপ্পা বিরোধী বিশ্বনাথ জানিয়েছেন, ইয়েদুরাপ্পা সরকারের কাজে এই মুহূর্তে প্রত্যেক মন্ত্রী অসন্তুষ্ট। পাশাপাশি কর্নাটকে এই মুহূর্তে পরিবারতন্ত্র চলছে বলে অভিযোগ বিরোধীদের। সবমিলিয়ে কর্নাটকে গেরুয়া শিবিরের অন্যতম নেতা তথা দক্ষিণ ভারতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থানে নেই। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিদ্রোহ হলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের অনেক কাছের হলেন বি এস ইয়েদুরাপ্পা। সেক্ষেত্রে অন্যান্য বিধায়কদের অভিযোগ কতটা কাজ করবে কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!