এখন পড়ছেন
হোম > জাতীয় > দলের হারের সম্ভাব্য কারণ নিয়ে দিল্লী যাবার পথে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি

দলের হারের সম্ভাব্য কারণ নিয়ে দিল্লী যাবার পথে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে অন্যতম রাজনৈতিক চরিত্র তথাগত রায়। বরাবরই তিনি বিজেপির সাথে জড়িত। একসময় তিনি বিজেপির রাজ্য সভাপতিও হিলেন। পরবর্তীতে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে তাঁকে দেখা যায়। এরপর তিনি সেখান থেকে চলে আসেন বাংলায়। লক্ষ্য ছিল, এবারের বিধানসভা নির্বাচনে সরাসরি ময়দানে নামা। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও তথাগত রায়কে সেভাবে ব্যবহার করেনি বিজেপি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলস্বরূপ, ভোট শেষ হতে না হতেই রীতিমতো খড়গহস্ত হয়েছেন তথাগত। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকে বিজেপি রীতিমতন আত্মবিশ্বাসী ছিল।

প্রথম থেকে বিজেপি দাবী করেছে, দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া সরকার। কিন্তু ভোট শেষ হওয়ার পর দেখা গেল ফলাফলের ভিত্তিতে বিজেপি কোনরকমে দুই অঙ্কে শেষ করেছে তাঁদের যাত্রা। আর সেই সূত্রে এবার হারের কারণ সম্পর্কে ব্যক্তিগত উদ্যোগে একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তথাগত রায় এর একাধিক টুইটে দেখা গিয়েছে, তিনি কখনও অভিযোগের আঙুল তুলেছেন এবারের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননের দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার কখনও তিনি তৃণমূল থেকে আগত দলবদলকারী নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদেরকে টিকিট দেওয়ার জন্যই দলের হার হয়েছে বলে অভিযোগ আনেন তথাগত। এমনকি বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো টলিউড অভিনেত্রীদেরও ছাড়েননি তিনি। রীতিমতো ‘নগরের নটী’ বলে অভিহিত করেছিলেন তাঁদের। তাই নিয়ে ব্যাপক সমালোচনা চলেছিল তথাগত রায়কে নিয়ে। তবে তাতে তথাগত রায় বিশেষ কর্ণপাত করেননি। একইসাথে দলের পরাজয়ের পর যখন বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ তোলা হচ্ছিল, তখন তথাগত রায় পাল্টা অভিযোগ করেছিলেন, গেরুয়া শিবিরের একাধিক নেতার প্রতি।

তথাগত দাবি করেন, কর্মীদের ভোগান্তির জন্য দায়ী উচ্চস্থানীয় নেতারা। এই পরিস্থিতিতে তথাগত রায়কে ডেকে পাঠানো হয় দিল্লিতে। কিন্তু সে সময় তিনি যাননি। যদিও তিনি দাবি করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের জবাব দিয়েছেন তিনি। তবে তথাগত রায় নিজে এবার দলের হারের কারণ সম্পর্কে রিপোর্ট তৈরি করেছেন এবং সেই রিপোর্ট নিয়ে তিনি আপাতত তৈরি দিল্লি যাবার জন্য। ওই রিপোর্টে কি আছে তা নিয়ে বিস্তারিত কিছু তথাগত রায় জানাননি। তবে বেশ কিছু বিজেপি নেতাই যে দলের হারের জন্য দায়ী সে ব্যাপারে ইঙ্গিত করেছেন তিনি। তবে তথাগত রায়ের এই রিপোর্ট কার্ড কেন্দ্রীয় বিজেপি শীর্ষ নেতৃত্ব গ্রহণ করেন কিনা, সেটাই এখন দেখার। বা গ্রহণ করলেও তাতে কতটা আমল দেবে তা নিয়ে সন্দেহ থাকছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!