এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > যে আদিবাসী বাড়িতে শাহ খেলেন, সেই গৃহকর্তার ‘অভিযোগে’ চাপ বাড়িয়ে নতুন অস্ত্র বিরোধীদের হাতে?

যে আদিবাসী বাড়িতে শাহ খেলেন, সেই গৃহকর্তার ‘অভিযোগে’ চাপ বাড়িয়ে নতুন অস্ত্র বিরোধীদের হাতে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলার সফরে অমিত শাহ বুধবার রাতে নামেন দমদম বিমানবন্দরে। একাধিক কর্মসূচি নিয়ে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে কাল সকালে রওনা দিয়েছিলেন বাঁকুড়ার উদ্দেশ্যে। কাল সকাল দশটায় সেখানে যাওয়ার উদ্দেশ্যে হেলিকপ্টারে ওঠেন তিনি।

জানা যায়, এদিন সকাল ঠিক ১১টা ১০ মিনিটে অমিত শাহ হেলিকপ্টারে করে বাঁকুড়ায় আসেন। সেখানে পৌঁছে প্রথমেই পোয়াবাগানে বীরসা মুণ্ডার মূর্তিতে মালা দেন তিনি। পরে রবীন্দ্রভবনে কর্মী বৈঠক করেন। দুপুর ২টো ৫০ নাগাদ রবীন্দ্রভবন থেকে চুতুরডিহি গ্রামের উদ্দেশে রওনা আগে স্বরষ্ট্রমন্ত্রীর আদিবাসী বাড়িতে খাওয়ার কথা ছিল।

সেইমত তাঁর জন্য এক আদিবাসী বাড়িতে মাটির উনুনে এবং মাটিরই হাঁড়িতে ভাত, মুসুর ডাল, শাকভাজা, আলুভাজা, পটলভাজা, বেগুনভাজা, আলুপোস্ত ও পাঁচমেশেলি সবজি রান্না করা হয়। সঙ্গে ছিল রুটিও। জানা গেছে এদিন, স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে যাওয়ার পর আদিবাসী রীতি মেনে প্রথমেই তাঁর পা ধুইয়ে দেওয়া হয়। পরে বাড়ির দুয়ারে আসন পাতা হয়। সেই আসনের সামনে রাখা চৌকির উপরে কলা পাতার উপরে কাঁসার থালা ও তার উপরে শালপাতা দিয়ে রান্না করা খাবার দেওয়া হয়।

তবে কে সেই ভাগ্যবান, যাঁর বাড়ি এদিন পাত পড়ল স্বরাষ্ট্র মন্ত্রীর? জানা গেছে, সেই ব্যক্তি হল বিভীষণ হাঁসদা। থাকেন চতুরডিহিতে। এদিন তাঁর স্ত্রী মনিকাদেবীর হাতের রান্না খেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি খুবই তৃপ্তি সহকারে আদিবাসী বোনদের রান্না করা খাবার খেয়েছেন। তাঁর সঙ্গে একই আসনে পাত পড়ে বিভীষণ হাঁসদা, মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর।

অন্যদিকে, অতিথিদের খাবার পরিবেশন করেন হাঁসদা পরিবারের পাঁচ মেয়ে। অমিত শাহকে এদিন মিষ্টি ছাড়া প্রায় সবই খেতে দেখা যায়। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরে বিভীষণবাবুর স্ত্রী মণিকা খুবই খুশি হন। তাঁর কথায়, এত বড় মাপের একজন মানুষ তাঁদের বাড়িতে এসে তাঁর হাতের রান্না খেয়ে প্রশংসা করবেন, তা কখনও কল্পনাও করতে পারেননি তিনি। সেই সঙ্গে তিনি আরো বলেন এটা তাঁর কাছে এবং আদিবাসী মানুষের কাছে অত্যন্ত গৌরবের বিষয় হয়ে থাকল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কি বলছেন তাঁর স্বামী? তার স্বামী বিভীষণ হাঁসদাও কি এই একই রকম অনুভূতি পেয়েছেন? বস্তুত, কথায় বলে মানুষ ভাবে এক, আর হয় আরেক! বিভীষণ হাঁসদার স্ত্রী মনিকাদেবী এদিন খুশি হলেও বিভীষণ হাঁসদাকে কিন্তু খুশি হতে দেখা যায়নি সেভাবে। কারণ তিনি ভেবেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছু সমস্যার কথা বলবেন। গ্রামের সমস্যার কথা জানাবেন।

তাঁর বাড়িতে অসুস্থ মেয়ে রয়েছে, সেইসঙ্গে তাঁদের গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে। তাঁর মেয়ে ডায়াবেটিসে ভুগছে। কিন্তু তাঁর কথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ততায় সব ভেস্তে গেছে। ফলত সৌজন্য বাক্য বিনিময় ছাড়া আর কিছুই হয়নি। তাই আক্ষেপ যাচ্ছে না তাঁর। বস্তুত, এদিন মধ্যাহ্নভোজ সেরে অমিত শাহ বিকেল সাড়ে ৪টে নাগাদ রবীন্দ্র ভবনে আসেন।

সেখানে তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলিত হয়ে তাঁদের কথা শোনেন। এর পর সাড়ে ৬টা নাগাদ তিনি অণ্ডালের উদ্দেশে রওনা দেন। আর তাই এত ব্যস্ততার মধ্যে তিনি আলাদা করে সময় দিতে পারেননি বলেই মনে করেছেন অনেকে। কিন্তু এর মধ্যেই বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি তাঁকে। বিরোধীদের কথায় স্বরাষ্ট্রমন্ত্রীর দলিত বাড়িতে খাওয়া তবে কি কেবলমাত্র লোকদেখানো? এই প্রশ্নই উঠেছে বারবার।

কারণ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যে বাড়িতে গেলেন, খেলেন, সেখানে গিয়ে সেই বাড়ির মানুষের কথাই যদি তিনি মন দিয়ে শোনার সুযোগ না পান, তবে কেন্দ্রে বসে থেকে রাজ্যের মানুষের দুঃখের কথা তিনি কীভাবে শুনবেন, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আর তাই বঙ্গ ভোটে মানুষের মনে জায়গা করে নিতেই কেবলমাত্র অমিত শাহ এহেন কাজ করেছেন বলেই শোনা গেছে বিরোধীদের কণ্ঠে।

সেইসঙ্গে আদপে আদিবাসীদের জন্য বিজেপির মনে কোন জায়গা নেই বলেই দাবি তুলতে দেখা গেছে বিরোধীদের। কেবলমাত্র ভোটের আগে বাংলায় এভাবেই নিজেদের ভাবমূর্তি ঠিক করতে চাইছে বিজেপি, সেই কথাও বলেন বিজেপিরা। তবে এক্ষেত্রে দুঃখ প্রকাশ করলেও খুশি হতে দেখা গেছে বিভীষণ হাঁসদাকে। তাঁর কথায়, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়িতে বসিয়ে স্ত্রীর হাতের রান্না করা খাবার খাওয়াতে পেরেছেন। এটা তাঁর কাছে বিরাট পাওয়া বলেও জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!