এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলিত-হত্যা, কৃষক-অসন্তোষ নিয়ে বিজেপিকে কোনঠাসা করে ঝড় তুলছে তৃণমূল! পাল্টা কর্মসূচি বিজেপিরও

দলিত-হত্যা, কৃষক-অসন্তোষ নিয়ে বিজেপিকে কোনঠাসা করে ঝড় তুলছে তৃণমূল! পাল্টা কর্মসূচি বিজেপিরও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের হাতে গুনে আর মাত্র কয়েক মাস বাকি। খুব স্বাভাবিকভাবেই বাংলার শাসক-বিরোধী দলগুলির রাজনৈতিক তোড়জোড় বর্তমানে তুঙ্গে। বিধানসভার নির্বাচনকালে জনগণের মন পেতে একে অপরকে কোণঠাসা করতে সদা সক্রিয় প্রতিটি রাজনৈতিক দল। সম্প্রতি বাংলার শাসক দল তৃণমূল উত্তরপ্রদেশের দলিত ধর্ষণ বা হত্যার ঘটনাই হোক কিংবা প্রধানমন্ত্রীর কৃষি বিল সংক্রান্ত পদক্ষেপই হোক- সবকিছু নিয়েই বিজেপির বিরুদ্ধে অহরহ প্রচার চালিয়ে যাচ্ছে।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে শাসকদল কিন্তু তাঁদের কর্তৃত্ব হারিয়েছে। সে জায়গায় ঘাঁটি গেড়েছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উত্তরবঙ্গ উদ্ধার করার দিকে জোর দিয়েছেন। এবার সেদিকে নজর দিয়ে শুক্রবার কোচবিহার সাগরদিঘী পাড়ে হাথরাসের দলিত ধর্ষণকাণ্ড এবং কৃষি বিল সংক্রান্ত বিরোধিতা করে একটি প্রচার মিছিল বের হয় তৃণমূল মহিলা সংগঠনের পক্ষ থেকে। শাসক দলের অবস্থান-বিক্ষোভও চলে। কোচবিহার জেলার প্রায় সব জায়গা থেকেই এদিন মিছিল বেরিয়েছে বিজেপির বিরুদ্ধে।

অন্যদিকে জানা গেছে, আগামী সাতদিন তৃণমূলের মহিলা সংগঠনের সদস্যরা হাথরাসের ঘটনাকে কেন্দ্র করে মোমবাতি মিছিল করবেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, উত্তরপ্রদেশের দলিত ধর্ষণের ঘটনা নিয়ে এ রাজ্যে শাসকদল শোরগোল ফেলে দিয়েছে। কিন্তু বাংলায় যেসব ধর্ষণ কাণ্ড ঘটেছে, তার বিচার কোথায়? এ প্রসঙ্গে মহিলা তৃণমূলের কোচবিহার জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা জানিয়েছেন, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক ধর্ষণ, হত্যার ঘটনা আতঙ্কিত করে তুলেছে দেশবাসীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাথরাসের ঘটনা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের ছাত্র সংগঠন কিছুদিন যাবত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েদের নিয়ে অনলাইনে লাইভ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যেভাবে ভার্চুয়ালি রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছে, ঠিক সেভাবেই বিজেপি বিরোধী আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা চলছে। একইভাবে কৃষি বিল এবং হাথরাসের ঘটনার পাল্টা প্রচার শুরু করেছে এবার বিজেপি। উত্তরবঙ্গে বিজেপির সংগঠন অত্যধিক মজবুত বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ।

বিজেপির সাংগঠনিক দিকে নজর রেখে মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনেও ভাল ফল করবে বিজেপি। এবার উত্তরবঙ্গেরই বেশকিছু ঘটনা সামনে এনে ইতিমধ্যেই তা নিয়ে বিচ্ছিন্নভাবে প্রচার শুরু হয়েছে বিজেপির। অন্যদিকে বিজেপি সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে আগামী দিন দশেকের মধ্যে কোচবিহারে আসতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার সাথে রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসুও থাকতে পারেন বলে জানা গেছে। রাজ্য বিজেপি সভাপতি কোচবিহারে এসে বিধানসভা নির্বাচন নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন।

তা ছাড়াও একাধিক কর্মসূচিতে তিনি প্রচার চালাবেন বিজেপির হয়ে। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা জানিয়েছেন, রাজ্যে পরপর যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্যের মানুষ। তাই রাজ্যের দিক থেকে দৃষ্টি সরাতে তৃণমূল প্রচার করছে উত্তরপ্রদেশের হাথরাস নিয়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই লড়াই আরও জোরদার হচ্ছে তৃণমূল এবং বিজেপির। বিশেষজ্ঞদের মতে, কৃষি বিল এবং উত্তর প্রদেশের হাথরাসের ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেশে ধীরে ধীরে ক্ষোভ বাড়ছে আর সেই ক্ষোভকেই কাজে লাগাতে তৃণমূল শিবির তৎপর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!