এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দলীয় বিধায়ক নাকি কংগ্রেস থেকে আসা নেতা? টিকিট পাচ্ছেন কে? তীব্র জল্পনা শুরু তৃণমূলের অন্দরে

দলীয় বিধায়ক নাকি কংগ্রেস থেকে আসা নেতা? টিকিট পাচ্ছেন কে? তীব্র জল্পনা শুরু তৃণমূলের অন্দরে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে জোরদার তৈয়ারি চলছে রাজনৈতিক মাটিতে লড়াইয়ের প্রস্তুতিতে। কে নেবে বাংলার বিধানসভা মসনদের দখল? এই প্রশ্নের উত্তরই এখন খোঁজা চলছে। এই পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দল লড়াইয়ে নামার প্রস্তুতি হিসেবে তাঁদের সেনাদের প্রস্তুত করছে। অর্থাৎ ভোটের লড়াইতে নামার জন্য টিকিট দেবার ব্যবস্থা করছেন। তৃণমূল শিবিরে তো এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বের শেষ নেই। এবার এই ভোটের টিকিট দেওয়া নিয়ে নতুন কোনো গোষ্ঠী দ্বন্দ্বের সূত্রপাত হবে বলে আশঙ্কায় ভুগছে শিবির।

তবে প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রার্থী নির্ধারণ করেন। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, কখনও ভার্চুয়াল বৈঠকে কখনো দলীয় কর্মসূচির মাধ্যমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। তবে ইসলামপুরের তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই ব্যাপক জল্পনা। দলীয় বিধায়ক নাকি কংগ্রেস থেকে আসা নেতা, কে পাবেন এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর টিকিট? তবে সে ক্ষেত্রেও রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ইতিমধ্যেই জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেন।

গত বিধানসভা নির্বাচনে তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরীকে হারিয়ে কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন কানাইয়ালাল আগরওয়াল। পরবর্তীতে এই কানাইয়া ইসলামপুরের পুর বোর্ড নিয়ে তৃণমূলে যোগ দেন কংগ্রেস ছেড়ে। যথারীতি আব্দুল করিম চৌধুরী এবং কানাইয়ালাল আগরওয়াল এর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অন্যদিকে কানাইয়া তৃণমূলে যোগ দেওয়ার পর আব্দুল করিম চৌধুরীকে নিয়ে শুরু হয় বিতর্ক। কলেজ নির্বাচনকে ঘিরে বিতর্ক শুরু হলে বেশ কিছু পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে। গত লোকসভা নির্বাচনে কানাইয়ালালকে প্রার্থী করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি কানাইয়ালালকে বিধায়ক পদ থেকে সরে যেতে হয়। বিধানসভা উপনির্বাচনে আবারও তৃণমূলে ফিরিয়ে আনা হয় আব্দুল করিম চৌধুরীকে। সেসময় করিমের হয়ে প্রচার করতে দেখা যায় কানাইয়াকে। আবারও পরবর্তীতে এই গত এক বছরের মধ্যে কানাইয়ালাল এবং আব্দুল করিম চৌধুরীর মধ্যে দূরত্ব বেড়েছে। নির্বাচনে হারলেও কিন্তু জেলা সভাপতি পদে রয়ে গেছেন কানাইলাল আগরওয়াল। মাসখানেক আগে তিনি রাজ্য সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন এই পরিস্থিতিতে এবারের বিধানসভা নির্বাচনে ইসলামপুরের প্রার্থী কে হবেন সেদিকে কৌতুহলী নজর সবার। প্রসঙ্গত, ইসলামপুর বিধানসভা কেন্দ্রের দশ বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।

এদিকে রাজনৈতিকভাবে এলাকার ওপর কানাইয়ালাল আগরওয়ালের যথেষ্ট প্রভাব আছে বলে শোনা যাচ্ছে। ইসলামপুর বিধানসভা থেকে তিনি একসময় বিধায়ক হয়েছিলেন। একই সাথে তিনি দীর্ঘদিনের চেয়ারম্যান রয়েছেন। তবে এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতির স্বামী জাভেদ আখতার জানিয়েছেন, নেত্রী চাইলে যেকোন কাউকেই প্রার্থী করতে পারেন। একই সুর করিম অনুগামী কামালউদ্দিনের গলাতেও। তিনিও জানিয়েছেন, দলনেত্রী প্রার্থী ঠিক করবেন। তবে পাশাপাশি তিনি এও জানান, আশা রাখছেন আব্দুল করিম চৌধুরীকে এবার বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, আব্দুল করিম চৌধুরী কিংবা কানাইয়ালাল আগরওয়াল- যাকেই টিকিট দেওয়া হোক না কেন, অন্যজন কিন্তু অবশ্যই বিদ্রোহ ঘোষণা করবেন। এদিকে তৃতীয়জনকেও যদি টিকিট দেওয়া হয়, তাহলেও এই দুজন সহযোগিতা করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিচ্ছে। এদিকে তৃণমূলের পরিস্থিতি কিন্তু মোটেই সুখকর নয়। একের পর এক নেতা, মন্ত্রী এমনিতেই ভাঙনের রাস্তা দিয়ে বেরিয়ে গেছেন ও যাচ্ছেন। এই পরিস্থিতিতে টিকিট পাওয়া নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা তৃণমূল শিবিরে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!